Porimoni: হত্যাচেষ্টা মামলায় পরীমণি বিপাকে, ফের জেল?

বাংলাদেশ তৈরির পর সে দেশের প্রথম অভিনেত্রী হিসেবে পরীমণি (Porimoni) মাদক পাচার মামলায় জেলে গিয়েছিলেন। বাংলাদেশ (ঢালিউড) ও পশ্চিমবঙ্গের টলিউড মহলে জনপ্রিয় শামসুন্নাহার স্মৃতি পরীমণি…

বাংলাদেশ তৈরির পর সে দেশের প্রথম অভিনেত্রী হিসেবে পরীমণি (Porimoni) মাদক পাচার মামলায় জেলে গিয়েছিলেন। বাংলাদেশ (ঢালিউড) ও পশ্চিমবঙ্গের টলিউড মহলে জনপ্রিয় শামসুন্নাহার স্মৃতি পরীমণি ফের বিপাকে। এবার তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

চাঞ্চল্যকর মাদক মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। পিতা মাতার অস্বাভাবিক মৃত্যু, একাধিক বিয়ে, সম্পর্ক বিচ্ছেদ, বিতর্কিত মাদক মামলা সব মিলে অভিনেত্রী পরীমণীর জীবনটাই যেন সিনেমা।

পরীমণির বিরুদ্ধে ঢাকা বোটক্লাবে মদ্যপান করে  অশালীন আচরণ, মারধর, হত্যার চেষ্টার অভিযোগ আনেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তিনি বাংলাদেশের জাতীয় পার্টি (জাপা)-এর শীর্ষ মহলের নেতা। নাসির উদ্দিনের দায়ের করা হত্যাচেষ্টা মামলার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হবে শুনানি।

ঢাকা বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন। তদন্ত প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

নাসির উদ্দিনের অভিযোগ পরীমণি ও তার সহযোগীরা মদ্যপানে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণিসহ বাকিরা ঢাকার বোটক্লাবে মদ্যপ অবস্থায় খুনের চেষ্টা করেন।  তবে পরীমণির তরফে ধর্ষণ চেষ্টার যে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল তার প্রমাণ মেলেনি বলে তদন্ত রিপোর্টে এসেছে।

Pori Moni

ঢাকা বোটক্লাবের বিতর্কিত ঘটনার পরপরই পরীমণির বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে  ২০২১ সালের ৪ আগস্ট তার বনানীর ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছিল। বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়। পরীমণিকে জেলে যেতে হয়েছিল। ৩১ আগস্ট জামিন পান পরীমণি। জামিন পেয়ে ১ সেপ্টেম্বর কারামুক্ত হন তিনি।

জামিনে মুক্ত পরীমণি এরপর সন্তানসম্ভবা বলে নিজেকে দাবি করেন। তিনি বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। সন্তান জন্মের পর পরী-রাজের বিবাহ বিচ্ছেদ হয়।