HomeTop StoriesMurshidabad: তৃ়ণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদে যুবক নিহত

Murshidabad: তৃ়ণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদে যুবক নিহত

- Advertisement -

শাসক দল তৃণমূলের গোষ্ঠীবাজিতে মুর্শিদাবাদে (Murshidabad) নিহত যুবক। মৃত যুবক একজন তৃণমূল কর্মী। তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম সাহেব শেখ। এই ঘটনার জেরে বড়ঞা  থানার সুন্দরপুর দক্ষিণপাড়া এলাকায় উত্তেজনা।

মৃত সাহেব শেখকে ঘিরে পেটানো হয় বলে অভিযোগ।তদন্তে নেমে একটি জনকে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। জানা গেছে, জমি বিবাদে জড়িয়েছিল সাহেব শেখ। এই বিবাদ গত কয়েকদিন ধরে চলছিল। বুধবার সন্ধ্যায় মারধর করা হয় সাহেব শেখকে। অভিযোগ, হামলাকারীরা তৃণমূলেরই অন্য গোষ্ঠীর।

   

পরে সাহেব শেখকে রক্তাক্ত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান কয়েকজন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

খুনের অভিযোগে ধৃত আলো শেখ এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। আর কয়েকজন অভিযুক্ত পলাতক। খুনের ঘটনায় বড়ঞার সুন্দরপুরে ক্ষোভ ছড়িয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular