Balurghat: চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা তোলার অভিযোগ! গ্রেফতার শিক্ষিকা

সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে প্রাথমিকের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। ধৃত ওই শিক্ষিকার নাম শেফালী…

সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে প্রাথমিকের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। ধৃত ওই শিক্ষিকার নাম শেফালী চক্রবর্তী।অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২০১২-১৩ সালে বালুরঘাটের অরিজিৎ দাস সহ তিনজনের থেকে ১০ লক্ষ টাকা তুলেছিলেন ওই শিক্ষিকা। কিন্তু তারপর দীর্ঘ দশ বছর অতিক্রম হয়ে গেলেও কেউ কোনো চাকরি পাননি। টাকাও ফেরত পাননি।

বছর খানেক আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই সময় ওই শিক্ষিকার বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তিন প্রতারিত। অরিজিৎ দাসের অভিযোগ, প্রথমে প্রাথমিক শিক্ষকের চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এরপর কখনও কৃষি, কখনও আবার অন্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বললেও বাস্তবে তা হয়নি। সেকারণে তাঁরা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর থেকে নিখোঁজ ছিলেন শেফালী চক্রবর্তী। রবিবার বালুরঘাট থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাঁকে জেলা আদালতের তোলা হয়। ধৃতের ছয়দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।