TMC: তৃ়ণমূলের অভিযোগ, বাস আটকানো হয়েছে যোগীর রাজ্যে

তৃণমূল কংগ্রেসের অভিযোগ তারা যে আশঙ্কা করেছিল সেটি সত্যি হয়েছে। তাদের অভিযোগ উত্তর প্রদেশে তাদের বাস আটকানো হয়েছে। এবং গোটা বাসে চালানো হয় তল্লাশি। তাদের…

তৃণমূল কংগ্রেসের অভিযোগ তারা যে আশঙ্কা করেছিল সেটি সত্যি হয়েছে। তাদের অভিযোগ উত্তর প্রদেশে তাদের বাস আটকানো হয়েছে। এবং গোটা বাসে চালানো হয় তল্লাশি। তাদের কাছে একাধিক প্রশ্ন করা হয়।

তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যে ভিডিওটা দেখা যাচ্ছে বাসের সামনে দুজন পুলিশ কর্মী এসে দাঁড়াচ্ছেন এবং বাস আটকাচ্ছেন। তৃণমূল কংগ্রেস জানিয়েছিল যে, দিল্লির উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি শাসিত উত্তর প্রদেশে তাদের বাস আটকানো হতে পারে। শুধু তাই নয়, যে বাইকটিকে সামনে রেখে বাসটিকে দাঁড় করানো হয়, তাঁর পিছন দিকে কোনও নম্বর প্লেটও ছিল না বলে অভিযোগ।

বাস যাত্রীদের আরও দাবি, বাইরে থেকে গোটা বাসের ভিডিওগ্রাফি, নম্বর প্লেটের ছবি তোলা হলেও বাসের কোনও কাগজপত্র দেখতে চাওয়া হয়নি। উল্লেখ্য, বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল।

সোশাল সাইটে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঢোকার সময় সেরাজ্যের পুলিশ একটি অজ্ঞাত বাইক নিয়ে তৃণমূলের দিল্লিগামী বাস থামায়। এই বাধা অবশ্যই সন্দেহ জাগাচ্ছে। তবে, এটি পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। সর্বোপরি, বিজেপি কি স্পেশাল ট্রেন বাতিল করে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি? তারা যেন ভুলে না যায়, আমরা মাথা নত করব না এবং লক্ষ্যে অবিচল থাকব।’