Alipurduar: আচমকাই আটক থানার ওসি, কিন্তু কেন? ভাইরাল ভিডিও

samuktala police station

অন্ধকার থেকেই ভুল বোঝাবুঝি। ঘটনাটি আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশ মহলে। চারিদিকে টর্চের আলো, আর তার মধ্যেই চিৎকার-চেঁচামেচি। এক ব্যক্তি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করছে অনেকেই। শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের একাধিক সূত্রের দাবি উঠেছে, ভিডিওতে ব্যক্তিকে আটকে রাখা হয়েছে, তিনি শামুকতলা থানার অধীন ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি পার্থ বর্মন।

Advertisements

ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। তদন্তভার গিয়ে পড়েছে আলিপুরদুয়ারের এসডিপিও দেবাশীষ চক্রবর্তীর উপর। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পুলিশ কর্তাদের দাবি ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে শুক্রবার রাতে ওই এলাকায় লোডশেডিং হয়ে গিয়েছিল। জেলার পুলিশ কর্তাদের নির্দেশেই দক্ষিণ পারোকাটা এলাকায় চলা একটি মেলায় টহল দিতে যান পার্থ বর্মন। মোবাইলের চার্জ দিতে এক পরিচিতর বাড়িতে ঢোকেন পার্থবাবু।

Advertisements

আর সেই সময় সাদা পোশাকে ছিলেন তিনি। গভীর রাতে বাড়িতে এভাবে পার্থ বাবুকে দেখে স্থানীয় বেশ কয়েকজন সন্দেহ করেন। তার পরেই সেই ধরপাকড় ঘটনা শুরু হয়। আর এর পরেই ঘটনাস্থলে চলে আসে অন্যান্য পুলিশকর্মীরা। দ্রুত ওসিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে আরও জানা গিয়েছে, ভিডিওতে উঠে আসা সেই গ্রামবাসীদের মধ্যে অনেকেই নিজেদের ভুল স্বীকার করেছেন। এমনকি যতক্ষণ না এই বিষয়ে তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পার্থ বর্মন শামুকতলা থানাতেই নিজের কাজ করবেন।