Alipurduar: আচমকা তালা ঝুলিয়ে নিজের অফিসে বন্ধ করলেন বিজেপি সাংসদ

আলিপুরদুয়ারের (Alipurduar) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla) বন্ধ করলেন সাংসদ অফিস। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা নির্বাচনের পরই আলিপুরদুয়ারের চৌপথি সংলগ্ন…

Alipurduar MP and Union Minister John Barla

আলিপুরদুয়ারের (Alipurduar) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla) বন্ধ করলেন সাংসদ অফিস। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিধানসভা নির্বাচনের পরই আলিপুরদুয়ারের চৌপথি সংলগ্ন এলাকায় সাংসদ কার্যালয় উদ্বোধন হয়েছিল। এবার সেই কার্যালয় তুলে নিলেন খোদ সাংসদ। একটি ভাড়া বাড়িতে সাংসদ অফিস খোলা হয়েছিল। গত মাসের ভাড়া মিটিয়ে সেই অফিস বন্ধ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।

এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক জানিয়েছেন, এখন থেকে সাংসদ জেলা পার্টি অফিস থেকে বসেই নাগরিক পরিষেবা কাজ করবেন। ভাড়া বাড়ি থেকে তুলে নিয়েছেন সাংসদ অফিস।

কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিজেপির তরফে জানানো হয়েছে, তিনি শুধু সাংসদ এটা বললে চলবে না। তিনি কেন্দ্রীয় মন্ত্রী। ভারত সরকারের নির্দেশে তাঁকে বিভিন্ন রাজ্যে ছুটতে হয়। কেন্দ্রের বিভিন্ন কাজে তাঁকে উপস্থিত থাকতে হয়। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ কর্ম বাস্তবায়িত করার জন্য তিনি ব্যস্ত থাকেন।

তাই জেলা কমিটির তরফে বলা হয়েছে, প্রতি মাসে বেকার যে ভাড়াটা গুনতে হয় সেটি যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ তিনি নিজের জেলাতেই বেশি সময় দিতে পারেন না।

অন্যদিকে সুর চড়িয়েছে তৃণমূল। জানিয়েছে জেলার কোনও মিটিংয়ে উপস্থিত থাকেন না সাংসদ। তাই সকলে বলে ওঠে সাংসদের দেখা নাইরে সাংসদের দেখা নাই। এবার সেটা সাধারণ মানুষ বুঝবে। জন বার্লা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। এলাকার মানুষের জন্য বিজেপি কোনও দিন কিছু করেনি। আর করবেও না। রাজ্যের যে কোনও কঠিন পরিস্থিতিতেই সাধারণ মানুষের পাশে থাকে তৃণমূল।