বীরভূম তৃ়ণমূল কংগ্রেসের নেতারা নীরব। সবার মনেই চাপা আতঙ্ক-আজই কি? রাজ্য জুড়ে আলোচনা তৃ়ণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরিনতি নিয়ে। কটাক্ষ চলছে, তীব্র ভয় জাগানো রাজনীতির চরিত্র অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলকে নিয়ে। গোরু পাচার মামলার তদন্তে CBI জেরা এড়িয়ে ফের ১৪ দিন সময় চাইলেন তিনি।
এদিকে বোলপুরের নিচুপট্টির নীল রঙের বাড়ির চারপাশে অনুব্রত অনুচররা ছড়িয়ে। তারা নজর রাখছে বাইরের গতিবিধি। সূত্রের খবর বোলপুরে আরও সিবিআই যাচ্ছে কলকাতা ও দুর্গাপুর থেকে।
জানা যাচ্ছে, ঘরের ভিতর ছটফট করছেন অনুব্রত মণ্ডল। তিনি বারবার চিকিৎসকদের কাছে অপারেশনের দাবি করছেন। ঘনিষ্ঠ মহলে বলেছেন মলদ্বার ফুলে গেছে। প্রবল যন্ত্রণা হচ্ছে।
এর আগে সিবিআই জেরা এড়িয়ে কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অনুব্রত। তখন তাঁর অণ্ডকোষ পেকে গেছিল। এবার তিনি এসএসকেএমে আর ভর্তি হতে পারেননি। তবে বোলপুরে তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসকরা দেখে এসেছেন। তাদের তরফেও অনুব্রতর মলদ্বার ফুলে যাওয়ার বার্তা এসেছে। যদিও পরে এক চিকিৎসক সংবাদ মাধ্যমে জানান, তাঁকে জবরদস্তি পাঠানো হয়েছিল। এখানেই বিতর্ক, আদৌ অনুব্রত কতটা অসুস্থ।
গোরু পাচার মামলায় বিএসএফের এক অফিসারের মদতে কোটি কালো টাকা লেনদেনের অভিযোগে সিবিআই তদন্তের মুখে তৃ়ণমূল কংগ্রেসের নেতা অনুব্রত।