নিম্নচাপ অতি সক্রিয়, সাগরে জলোচ্ছাস হলেও বৃষ্টির আকাল

বঙ্গোপসাগরে অতি ঘনীভূত হল নিম্নচাপ। এদিকে এই নিম্নচাপটি ওড়িশা হয়ে ছত্তিসগড়ের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপটির শক্তি বাড়লেও এ রাজ্যে প্রভাব…

বঙ্গোপসাগরে অতি ঘনীভূত হল নিম্নচাপ। এদিকে এই নিম্নচাপটি ওড়িশা হয়ে ছত্তিসগড়ের দিকে ক্রমশ এগিয়ে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপটির শক্তি বাড়লেও এ রাজ্যে প্রভাব কিছুটা কমবে। নিম্নচাপের জেরে বুধবার উপকূলের জেলা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েক দফা ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। সেইসঙ্গে বৃষ্টি চলবে কলকাতাতেও। দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করে হাওয়া অফিসেরে তরফ থেকে জানানো হয়েছে উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আরও অশান্ত হয়ে উঠবে সমুদ্রও।বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। আজও দীঘা, মন্দারমনি, তাজপুর, বকখালি ও সাগরদ্বীপের সমুদ্র সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।