Bihar: শপথ নিয়েই মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন নীতীশ কুমার

বুধবার অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার৷ নীতীশের রাজনৈতিক সমীকরণ বদল বিজেপির জন্য বিরাট অস্বস্তির কারণ৷ এই জল্পনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ…

বুধবার অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার৷ নীতীশের রাজনৈতিক সমীকরণ বদল বিজেপির জন্য বিরাট অস্বস্তির কারণ৷ এই জল্পনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীতীশ কুমার৷

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে নীতীশের প্রশ্ন, উনি ২০১৪ সালে জয়লাভ করেছে। উনি ২০২৪ সালে পারবেন? তবে তিনি কী এবার প্রধানমন্ত্রী পদের দৌড়ে নামবেন? রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যাখার মধ্যেই নীতীশ কুমার স্পষ্ট করে বলেন, তিনি এখন বিরোধী ঐক্যের দিকে জোর দেবেন৷ তিনি প্রধানমন্ত্রী পদের দাবীদার হতে চান না৷ কিন্তু ২০১৪ তে জয়লাভ করেছিলেন বলে ২৪ এর পরেও টিকে থাকবেন কি না!

তিনি আরও বলেন, আমরা সকলে মিলে ওনাকে সমর্থন করেছিলাম৷ এখন উনি জেডিইউকে হারানোর পরিকল্পনা করে চলেছিলেন৷ আমাদের সমস্ত বিধায়ক, সাংসদ চেয়েছিলেন বিজেপির থেকে আলাদা হওয়ার জন্য। তাই আমরা চলে গেলাম। পুরাতন দলের সঙ্গে।

অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে নীতীশ কুমার বলেন, আমরা জর্জ ফার্নান্ডেজের কথা শুনে সেবার বিজেপিকে সমর্থন করেছিলাম৷ আমাদের সকলকে গুরুত্ব দিতে অটল বিহারী বাজপেয়ী। সেই সময়ের কথাই আলাদা ছিল। নাম না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, পরে জুড়ে বসলেন৷ এত কিছু হয়ে গেল। আমাদের দল এতে খুশি নয়।

এমনিতেই গতকাল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর যখন তেজস্বী যাদবের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজভবনে উপস্থিত হয়েছিলেন নীতীশ কুমার৷ তখনই তিনি বার্তা দিয়েছিলেন বিহার চালাবে তেজস্বী। তখন থেকেই স্পষ্ট ছিল এবার জাতীয় রাজনীতির দিকে পা বাড়াবে জেডিইউ৷ যদিও মহাজোটের শরিক দলের বার্তা ছিল ২৪ অনেক দূর৷ কিন্তু বিজেপিকে বড় ধাক্কা দিয়ে নীতীশ কুমার বিজেপির ঘুম উড়িয়েছে সেবিষয়ে সন্দেহ নেই৷