Bhangar: মুকুলের দিল্লি যাত্রায় বাংলার সরকারি নথি পোড়ানোর অভিযোগ

a large number of government documents were burnt in the Bhangar

মুকুল রায়ের (Mukul Roy) রহস্যজনক দিল্লি যাত্রার পরেই রাজ্যে বিপুল পরিমাণ সরকারি নথি পোড়ানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar)। এখানকার আন্দুল গড়িয়ায় রাশি রাশি নথি মাঠে ফেলে পোড়ানো হচ্ছে। সেই পোড়া নথি উদ্ধারে মরিয়া সিবিআই।

কী আছে এই নথিতে ? আধপোড়া নথি সংগ্রহ করছেন সিবিআই অফিসাররা। জানা গেছে গভীর রাতে এই নথি পোড়ানো হয়। তবে সকালেও বহু নথি আধপোড়া। আন্দুল গড়িয়ায় তীব্র চাঞ্চল্য।

   

 a large number of government documents were burnt in the Bhangar

এদিকে তৃণমূল নেতা মুকুল রায় দিল্লিতে গেছেন বিশেষ ফাইল নিয়ে বলে গুঞ্জন। সেই ফাইলে কী আছে? তা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর পরেই বিপুল সরকারি নথি পোড়ানোর ঘটনা ঘটেছে।

মুকুল পুত্র শুভ্রাংশুর দাবি, বাবা অসুস্থ। তাকে নিয়ে রাজনৈতিক খেলা চলছে। এসবই চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যালাইন করার জন্য। বাবার মানসিক স্থিতি ঠিক নেই বলে জানান শুভ্রাংশু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন