Budge Budge Blast: বজবজ বিস্ফোরণস্থলে অবরোধ, অভিষেকের এলাকায় কিছু গোপনের চেষ্টা?

বজবজের নন্দরামপুর এলাকাটি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃ়ণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ ও মুখ্যমন্ত্রীর ভাইপো। আর বজবজ বিধানসভাটিও তৃণমূল দখলে।…

বজবজের নন্দরামপুর এলাকাটি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃ়ণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ ও মুখ্যমন্ত্রীর ভাইপো। আর বজবজ বিধানসভাটিও তৃণমূল দখলে। এমনই সুপার হেভিওয়েট জায়গা বজবজ। দক্ষিণ ২৪পরগনার এই এলাকায় রবিবার ভয়াবহ বিস্ফোরণের (Budge Budge Blast) পর থেকে তীব্র বিতর্ক। বাজি নাকি বোমা বিস্ফোরণ ? উঠছে প্রশ্ন। নিহত তিন জন।

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঠিক পরপর দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুর গ্রামের বিস্ফোরণ ঘিরে বিতর্ক তীব্র। সোমবার সকাল থেকে এলাকায় ‘প্রবেশ নিষেধ’। ঢুকতে পারছেনা সংবাদমাধ্যম। পুলিশের বলয় আছে।

Budge Budge

গ্রামে ঢোকার রাস্তা অবরোধ করে এলাকাবাসীর দাবি, বাজি তৈরি আমাদের জীবিকা। কিন্তু রাস্তা অবরোধ কেন? এর কোনও সদুত্তর নেই।

বিস্ফোরণের পর পুরুষরা গ্রাম ছাড়া। গ্রামের মহিলাদের বক্তব্য অধিকাংশ বাড়িতেই বাজি তৈরি হয়। লাইসেন্স নেই। পুলিশ সব জানে। সংবাদমাধ্যমে বিস্ফোরণের খবর আসতেই পুলিশ ধরপাকড় করছে। তাই অবরোধ।

এগরার পর বজবজ বিস্ফোরণ ঘটনায় প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোটের আগে বাজি তৈরির কারখানাগুলিতে বোমা তৈরি চলছে। এই নিয়ে শাসক বিরোধী তীব্র তরজা।