Arjun Singh: আমার প্রাণহানি হলে দায়ি থাকবে কেন্দ্র, নিরাপত্তা তুলতেই ‘ভীত’ অর্জুন সিং

Arjun Singh house

বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। তবে এতদিন কোনও ‘ভয়’ ছিলনা। এবার জেড সিকিউরিটি তুলে নেওয়া হতেই প্রাণহানির ভয় পাচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

নিরাপত্তা উঠে যেতেই কেন্দ্রকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সাংসদ। অর্জুন সিং বলেন, বিজেপি ছেড়েছি বলেই জেড নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। মানুষের কাজ করার জন্য যদি মরতে হয় তো মরতে হবে। তবে তুলে ধরেন সম্প্রতি পাঞ্জাবে খুন হওয়া কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালার প্রসঙ্গ। আম আদমি পার্টির সরকার নিরাপত্তা তুলে দেওয়ার পরের দিনেই খুন করা হয় মুশাওয়ালাকে।

   

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তা বুধবার থেকে তুলে নিয়েছে কেন্দ্র সরকার। তিনি জানান, এবিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন। সাংসদের হুঁশিয়ারি, আমার যদি প্রাণহানি হয় তাহলে তার জন্য দায়ি থাকবে কেন্দ্র।

বিজেপির সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছিলেন অর্জুন সিং। বিজেপিতে থাকাকালীন একাধিকবার অর্জুনের ওপর হামলা চালানো হয়। হামলা চলে তাঁর গাড়ির ওপরেও। এমনকি তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছিল বহুবার। অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস হামলা করেছে। এখন অর্জুন ফের তৃণমূলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন