নাবালিকা খুনের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ আদিবাসী ভারত মহাসভার

নিজস্ব সংবাদদাতা, মালদহ: গত বৃহস্পতিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আদিবাসী নাবালিকা ছাত্রীর খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদহ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী ভারত মহাসভা৷…

নিজস্ব সংবাদদাতা, মালদহ: গত বৃহস্পতিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আদিবাসী নাবালিকা ছাত্রীর খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদহ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী ভারত মহাসভা৷ মঙ্গলবার দুপুরে মালদহ থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পর আইসি-কে একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা৷

আদিবাসী ভারত মহা সভার কর্মীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে তাই একজনকে গ্রেফতার করলে চলবে না। বাকি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দিতে হবে। এদিনের এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার সম্পাদক সাজলা মুর্মু সহ অন্যান্য আদিবাসী কর্মীরা।

প্রসঙ্গত, অবশেষে পাঁচ দিন পর আদিবাসী নাবালিকা খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ পুরাতন মালদহের ভাবুক গ্রামে নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় গ্রেফতার করা হল জিতু মুর্মু (২১) নামে এক যুবককে৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহ আরও এক যুবককে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর তাকে ছেড়ে দেওয়া হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি খুন হওয়া ছাত্রীর বাড়ির এলাকাতেই৷ ওই যুবক খুন হওয়া ছাত্রীর দুসম্পর্কের কাকাও হয়৷ বাদনা পরবের দিন অতিরিক্ত মদ্যপান করে ওই ছাত্রীকে প্রথমে ধর্ষণ করেছিল জিতু৷ এরপর প্রমাণ লোপাটের জন্য ছাত্রীকে খুন করে সে৷ যুবককে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার মালদহ জেলা আদালতে পাঠানো হয়৷ পাশাপাশি সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে৷