Adhir Ranjan Chowdhury: ‘এক মাঘে শীত যাবে না’ বলে মমতাকে হুঁশিয়ারি অধীরের

সাগরদিঘি আর কংগ্রেসের হাতে নেই। তিন মাস আগে সিপিআইএমের সাথে জোট করে মুর্শিদাবাদের এই আসনের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস। বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে…

Adhir Ranjan Chowdhury

সাগরদিঘি আর কংগ্রেসের হাতে নেই। তিন মাস আগে সিপিআইএমের সাথে জোট করে মুর্শিদাবাদের এই আসনের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস। বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Ranjan Chowdhury) অধীর চৌধুরী সরাসরি মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, এক মাঘে শীত যাবে না।

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের অধীর বলেন, বাইরনের কংগ্রেস ত্যাগের পর আরও জেদ বাড়ল আমাদের। বাংলার মানুষের সামনে তৃণমূল আরও নগ্ন হলো। মানুষের রায়কে মেনে নেওয়ার ক্ষমতা তৃণমূল নেত্রীর নেই। মানুষের রায়কে পদদলিত করে তৃণমূল নেত্রী জয়ী হওয়ার চেষ্টা করেন। এক মাঘে শীত যাবে না। যে খেলা তিনি খেলছেন, সেই খেলা দিদিকে একদিন ধংস করবে। অধীর চৌধুরীর মন্তব্যের পর রাজনৈতিক মহল গরম। তিনিও তি তৃণমূলের বড় ভাঙনের ইঙ্গিত দিলেন উঠছে এই প্রশ্ন।

তিন মাস আগে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে সাগরদিঘিতে জয়ী হন বাইরন বিশ্বাস। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস দলত্যাগ করেই জানান, তিনি বরাবর তৃণমূলেই ছিলেন। তবে তাঁর দলত্যাগ ইস্যুতে রাজ্য সরগরম। সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, একটি অমেরুদেণ্ডী প্রাণী বিক্রি হলো।