Sucide:বন্ধ রেল কোয়ার্টার্স থেকে মিলল নিখোঁজ ছাত্রের ঝুলন্ত দেহ

ব্যবসায়ীর পর এবার ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য ছড়ায় বেহালার রেল কলোনিতে।দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেখানকার কিছু রেল কোয়ার্টার্স। সেই পরিত্যক্ত রেল কোয়ার্টার্স থেকেই উদ্ধার…

sucide

ব্যবসায়ীর পর এবার ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য ছড়ায় বেহালার রেল কলোনিতে।দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেখানকার কিছু রেল কোয়ার্টার্স। সেই পরিত্যক্ত রেল কোয়ার্টার্স থেকেই উদ্ধার করা হয় মৃত ছাত্র অংশুমানকুমার সিংহকে (১৭)। গতকাল বুধবার ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। সেক্ষেত্রে এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

শহরের একটি নামি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিলেন অংশুমান। এ বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন সেই ছাত্র। বন্ধুদের সঙ্গে সোমবার রাতে ঘুরতে বেরিয়েছিলেন অংশুমান। কিন্তু,তারপরে আর তিনি বাড়ি ফেরেননি। এদিকে, রাত হয়ে যাওয়ার পরেও অংশুমান বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনোরখম খোঁজ মেলেনি। এমনকী তাঁর ফোনটিও বন্ধ হয়ে ছিলো ঐ দিনের পর থেকে। তাতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। অবশেষে সেই রেল কোয়ার্টার্সে গিয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এরপর রেল কলোনির ৩৫ নম্বর বিল্ডিংয়ের ৪ তলায় অংশুমানের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিজনরা। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বেহালা থানার পুলিশ। ঘটনার তদন্তের পর পুলিশ জানান ,ওই রাতে অংশুমান তাঁর বন্ধুদের বলেছিলেন বাড়ি থেকে ফোন আসলে কেউ যেন না ধরে। তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, মোবাইলে অনলাইন গেমে আসক্ত ছিলেন অংশুমান। বন্ধুদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা দেনা করেছিল অংশুমান। শুধু তাই নয়, একজনের কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা মতো ঋণ নিয়েছিলেন অংশুমান। তাঁর মৃত্যুর সঙ্গে টাকা দেনার বিষয়টি জড়িত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।