Wrestlers Harassment: দেশের কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সুনীল ছেত্রী

গতকাল রাজধানীর বুকে একটি প্রতিবাদ মিছিল করেন দেশের কুস্তিগিররা (Wrestlers)। যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী তারকা সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া সহ…

Sunil Chhetri Wrestlers

গতকাল রাজধানীর বুকে একটি প্রতিবাদ মিছিল করেন দেশের কুস্তিগিররা (Wrestlers)। যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী তারকা সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া সহ অন্যান্যরা। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলে মিছিল নয়া পার্লামেন্টের দিকে এগোতে শুরু করতেই তাদের উপর বাজেভাবে আক্রমণ করতে শুরু করে পুলিশ।

যা নিয়ে বর্তমানে তোলপাড় গোটা দেশ। দিল্লি পুলিশের এমন আচরণে নিন্দার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় ক্রীড়া মহলে। দেশের এই তারকাদের উপর এহেন আক্রমণ কিছুতেই মেনে নিতে পারছে না ভারতের প্রথমসারির ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞরা।

এই নিয়েই এবার মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, কেন কোনওরকম কারন ছাড়া আমাদের দেশের এই কুস্তিগিরদের এমনভাবে আক্রমণ করা হল। এভাবে কাউকে অপমান করা ঠিক নয়। আমি আশাকরি যেভাবে গোটা বিষয়টির সমাধান হওয়া দরকার সেভাবেই সমস্ত কিছু হবে।

তবে তিনি এখানে, কুস্তিগিরদের উপর এহেন আক্রমণের প্রতিবাদ জানিয়ে তারকা বক্সার বিজেন্দর সিংহ লেখেন, একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান চলছে। অন্যদিকে, অলিম্পিকে পদকজয়ী তারকাদের পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। বাহ গনতন্ত্র।
পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশেষ ট্যুইট করেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তার কথায়, এটি দেখে খুবই কষ্ট হচ্ছে। আমার মতে এটি সামাল দেওয়ার জন্য আরো অনেক উপায় ছিল।