Howrah-Burdwan: হাওড়া বর্ধমান শাখায় শীঘ্রই ছুটবে এসি লোকাল

পূর্ব রেলের হাওড়া (Howrah) ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। শীঘ্রই আসতে চলেছে এসি লোকাল। উল্লেখ্য, গত বছর পুজোর পরে পূর্ব রেলের শিয়ালদহ শাখায় এসি লোকাল পরীক্ষামূলক…

ac local trains

পূর্ব রেলের হাওড়া (Howrah) ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। শীঘ্রই আসতে চলেছে এসি লোকাল। উল্লেখ্য, গত বছর পুজোর পরে পূর্ব রেলের শিয়ালদহ শাখায় এসি লোকাল পরীক্ষামূলক ভাবে চালু করার কথা জানা গিয়েছিল রেল সূত্রে। তবে আপাতত এসি লোকালের দেখা মেলেনি। কিন্তু এবার হাওড়া ডিভিশনের মধ্যে চলতে পারে এসি লোকাল, এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিগত বেশ কিছু বছর ধরে মুম্বাই শহরে এসি লোকাল চলাচল করছে। তবে সেই আরামদায়ক যাত্রা থেকে বঞ্চিত ছিল বাংলা। কিন্তু এবার সেই আশা পূর্ণ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, সপ্তাহের প্রায় প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে লোকাল ট্রেনে। যার মধ্যে বেশিরভাগ মানুষই বর্ধমান থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে বর্ধমান যাতায়াত করেন।

দীর্ঘদিন ধরে দাবি ছিল মুম্বাইয়ের মতো এসি লোকালের। এবার সেই দাবিতেই সীলমোহর দিতে চলেছে পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে খবর, ইতিমধ্যেই রেল মন্ত্রককে এই বিষয়ে আবেদন করা হয়েছে। পূর্ব রেলের জোনাল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, “আমরা রেল মন্ত্রককে একটি রেক পাঠানোর জন্য আবেদন করেছি। রেল এলেই চালানো হবে এসি লোকাল”। কত ভাড়া হতে পারে কিংবা কবে থেকে যাত্রা শুরু করবে হাওড়া বর্ধমান এসি লোকাল তা স্পষ্ট নয়।