Abhishek Bandopadhyay: দলীয় বৈঠকে নাম ধরে রবি-উদয়নকে ধমক তৃণমূল যুবরাজের

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বুথ কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে উপস্থিত হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay)।

Abhishek Bandopadhyay threatening Rabindranath Ghosh and Udayan Guha

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বুথ কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে উপস্থিত হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay)। কোচবিহার জেলার নাম উল্লেখ হতেই নাম ধরে দুই বর্ষীয়ান নেতা উদয়ন গুহ (Udayan Guha) ও রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) সাবধান করলেন৷ কোচবিহারের দুই বর্ষীয়ান রাজনীতিবীদদের উদ্দেশ্যে অভিষেকের এহেন ব্যবহার নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে৷

প্রসঙ্গত, এদিন কালীঘাট থেকে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। সেই সময়েই দলের দুই নেতার উদ্দেশ্যে অভিষেকের বার্তা, অনেক বিধায়ক করেননি কাজ৷ উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ আপনাদের এলাকায় কেউ কেন যেতে পারবে না? জলপাইগুড়ির দুটো অঞ্চলে ব্লক সভাপতির সাথে অঞ্চল সভাপতির ঝামেলা কেন? দুটো দিন সময় দিলাম। কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব।

একইসঙ্গে এদিন জানিয়ে দিলেন, পরশু দুপুর ১২’টার মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ যেন তৈরি হয়। ১৭ তারিখের মধ্যে ব্লক কমিটি যেন পূর্ণাঙ্গ তৈরি হয়৷ ১৭ তারিখ অবধি সময় বেঁধে দিলাম। জানালেন, আগামী ২৪ তারিখের মধ্যে অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ করতে হবে৷ একতরফা যদি কেউ কমিটি রিলিজ করে তাহলে তা বাতিল করে দেব। দলের স্বার্থে কাজ করুন আপনারা।

Advertisements

গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি হাতছাড়া করতে হয়েছে তৃণমূলকে। পরবর্তীকালে ওই জেলায় একাধিক আসনে ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। সেটার প্রধান কারণ হিসেবে গোষ্ঠী কোন্দলকেই দুষছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই দলের নেতাদের সাবধান করলেন অভিষেক৷