মাথাচাড়া দিয়েছে মাওবাদীরা, জঙ্গলমহলে বৈঠক রাজ্য পুলিশের ডিজির

ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে মাওবাদীরা। কিছু দিন অন্তর অন্তর বিভিন্ন জায়গায় পড়ছে তাদের পোস্টার। আর এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে সতর্কতাবাণী দেওয়া হয়েছে।…

ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে মাওবাদীরা। কিছু দিন অন্তর অন্তর বিভিন্ন জায়গায় পড়ছে তাদের পোস্টার। আর এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে সতর্কতাবাণী দেওয়া হয়েছে। তারপর থেকেই গোটা জঙ্গলমহলে জারি করা হয়েছে হাই এলার্ট। সেই বিষয় নিয়েই রাজ্য পুলিশের ডিজি করলেন গুরুত্বপূর্ণ বৈঠক।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা সফর করেছেন তিনি। বাঁকুড়ার জঙ্গলমহলের খতিয়ে দেখেছেন তিনি। সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চলের এডিজি এবং বাঁকুড়া রেঞ্জের ডিআইজি।

   

বৈঠকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় আলোচনার পাশাপাশি মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে সর্তকতা জারি করা হয়েছে জঙ্গলমহলে আওতায় থাকা ৫ মাওবাদী প্রভাবিত থানাকে।

রাজ্য পুলিশের ডিজির জঙ্গলমহলের জেলা সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় বৃদ্ধি পেয়েছে মাওবাদী উৎপাত।

রাতের অন্ধকারে ঢুকেছে তারা, পোস্টার পড়ছে একাধিক জায়গায়। এমনকি ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়েছিল তারা। গোটা রাজ্যে তা কার্যকর না হলেও জঙ্গলমহল এলাকায় তার ছবি স্পষ্ট ফুটে উঠেছিল। আর এরই মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা তরফে রাজ্যকে সতর্কবার্তা জানানো হয়েছে।

বলা হয়েছে, আগামী ১৫ দিন সতর্ক থাকতে হবে। বড়সড় কোনও ঘটনা ঘটাতে পারে মাওবাদীরা। এমনকি জঙ্গলমহল এলাকার রাজনৈতিক নেতাদের সন্ধ্যে ৬ টার আগেই বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৬ টার পরে কোনও ধরনের রাজনৈতিক সমাবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মাওবাদী মোকাবিলা জঙ্গলমহলের পুলিশ কতটা সক্রিয় তা খতিয়ে দেখেছেন।