BJP: ‘ওয়ার্ড রাখার ক্ষমতা নেই এসেছে ডিসিপ্লিন শেখাতে’, বিজেপিতে আবার লংকা কাণ্ড

উপনির্বাচনে কী এমন ভূমিকা নিয়েছিলেন দিলীপ ঘোষ? তিনি তো বিদেশ গেছিলেন। কী ভূমিকা আসানসোল লোকসভার ভোটে পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর? তাদের বেলায় ডিসিপ্লিন কেন নেই ?…

Doubts surround Shuvendu in dealing with the BJP's catastrophic disaster

উপনির্বাচনে কী এমন ভূমিকা নিয়েছিলেন দিলীপ ঘোষ? তিনি তো বিদেশ গেছিলেন। কী ভূমিকা আসানসোল লোকসভার ভোটে পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর? তাদের বেলায় ডিসিপ্লিন কেন নেই ? এমনই গুচ্ছ গুচ্ছ প্রশ্ন বোমা পড়তে শুরু করেছে মুরলীধর সেন লেনের বিজেপি (BJP) কার্যালয়ে।

উপনির্বাচনে ভরাডুবির পর দলীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফার চিঠিতে সাংগঠনিক নেতাদের একহাত নিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। তাঁর পত্র বোমা বিস্ফোরণে বিজেপিতে প্রবল আলোড়ন। সাফাই দিতে গিয়ে রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার বলেছেন দলীয় ডিসিপ্লিন মেনে চলতে হবে।

এর পরেই ডিসিপ্লিন বিতর্ক শুরু বিজেপিতে। অভিযোগ উঠছে, এমন এক রাজ্য সভাপতি যার নিজের এলাকা বালুরঘাটের একটা ওয়ার্ড দখলের ক্ষমতা নেই তার মুখে হুকুম মানায় না। আরও একপা এগিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির বহু নেতা সমর্থকদের অভিযোগ, উপনির্বাচনে গা ছাড়া দিয়ে কোন ডিসিপ্লিন দেখিয়েছিলেন সুকান্তবাবু?

আসানসোল লোকসভা উপনির্বাচনে তিন লক্ষের বেশি ভোটে পরাজয়ের পর সুকান্ত মজুমদার দাবি করেছেন, আগামী লোকসভায় ফের জিতবেন এই আসন। জেলা বিজেপি নেতারা বলছেন, ততদিন সংগঠন থাকলে হয়।

বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতা ও আসানসোলে দলের তরফে পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর ভূমিকায়। অভিযোগ, শুভেন্দু বিধানসভার প্রাঙ্গনেই হম্বিতম্বি করেন। পুরভোটে নিজের এলাকা কাঁথিতে তাঁর পরাজয়ের পর সংগঠন থেকে জবাবদিহি করা হয়নি কেন, এই প্রশ্ন উঠছে।

কটাক্ষ থেকে বাদ যাচ্ছেন না বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, উপনির্বাচনে দিলীপ ঘোষের ভূমিকা ছিল হাস্যকর। তিনি বিদেশের সফরকে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

বঙ্গ বিজেপির তিন মুখ দিলীপ সুকান্ত শুভেন্দুকে নিয়েই দলের ভিতর চলছে তীব্র আলোড়ন। দলীয় নেতাদের আশঙ্কা, আরও কিছু বিধায়ক দলত্যাগ করতে চলেছেন।