মাওবাদী আতঙ্কের জেরে জঙ্গলমহলে নাকা চেকিং

মাওবাদী আতঙ্কের জেরে আগামী একমাসের জন্য জঙ্গলমহল জুড়ে জারি হাই অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে রবিবার সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা। শালবনির ভীমপুরে শুরু হয়েছে…

মাওবাদী আতঙ্কের জেরে আগামী একমাসের জন্য জঙ্গলমহল জুড়ে জারি হাই অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে রবিবার সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা। শালবনির ভীমপুরে শুরু হয়েছে পুলিশি নাকা চেকিং। জঙ্গল এলাকাগুলিতে চলছে নজরদারি।

জঙ্গলমহল জুড়ে বাড়ছে মাওবাদী সক্রিয়তা যেকোন সময়ে বড়োসড়ো নাশকতার ঘটনা ঘটতে পারে, ইতিমধ্যেই জঙ্গলমহলের প্রত্যেকটি থানায় পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। যে সমস্ত পুলিশকর্মী ঝুঁকিতে রয়েছেন তাদের নিজেদের থানায় রিপোর্ট করতে বলা হয়েছে।

   

বেশ কিছুদিন আগে মাওবাদীর ডাকা বন্ধের যথেষ্ট প্রভাব পড়েছিল জঙ্গলমহল জুড়ে, পাশাপাশি একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে।

শনিবার জঙ্গলমহলের সফরে এসেছিলেন ডিজি মনোজ মালব্য, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি,তারপরই জঙ্গলমহল জুড়ে চলছে পুলিশি নাকা চেকিং।