Kharagpur: একুশ জুলাই সমাবেশ শেষে বাস দুর্ঘটনা, তৃণমূল সমর্থকের মৃত্যু

কলকাতায় একুশে জুলাই সমাবেশ শেষে ফেরার পথে দুর্ঘটনা। উল্টে গেল বাস। ওই বাসে থাকা তৃণমূল সমর্থকরা জখম। এক জনের মৃত্যুর সংবাদ এসেছে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের…

কলকাতায় একুশে জুলাই সমাবেশ শেষে ফেরার পথে দুর্ঘটনা। উল্টে গেল বাস। ওই বাসে থাকা তৃণমূল সমর্থকরা জখম। এক জনের মৃত্যুর সংবাদ এসেছে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে বাসটি উল্টে যায়। জানা গিয়েছে, এই বাসে ছিলেন পুরুলিয়ার বান্দোয়ানের টি়এমসি সমর্থকরা।

ভারী বৃষ্টির ফলে বান্দোয়ান যাওয়ার এই বাস খড়্গপুরের নিকটে দুর্ঘটনার কবলে পরে। খবর পেয়ে জেলা তৃণমূস । নেতৃত্ব ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌছান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকেই জখম।দু

সমাবেশ শেষে ফেরার পথে ভারী বৃষ্টির কারণে বাসের চাকা পিছলে যায়। চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাসটি জাতীয় সড়কের উপর থেকে নয়ানজুলিতে উল্টে পড়ে। তৃণমূল কর্মী সমর্থক বোঝাই বাসটি পাল্টি খেয়ে পড়ায় ভিতরে থাকা যাত্রীরা জখম হয়েছেন।। কমপক্ষে জখম ৪০ জন।

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বাস উল্টে ঘটনাস্থলেই এক তৃণমূল সমর্থক মৃত। তার নাম বিকাশ টুডু (২৮)। কয়েকজন টিএমসি সমর্থক আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা জানান হাসপাতালে সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়া ও কলকাতার নেত়ৃত্বকে সব জানানো হয়েছে।