শাহজাহানের ডেরায় এবার একসঙ্গে ED-CBI, ব্যাপার কী?

সন্দেশখালিকাণ্ডে সিবিআই হেফাজতে তৃণমূলের শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালির জমিতে দেদার দখলদারি, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির হাতের নাগালে রয়েছেন শাহজাহান। যদিও আজ শুক্রবার আচমকাই আকুঞ্জিপাড়া মোড়ে শাহজাহানের বাড়িতে গেল ইডি, সিবিআই (ED-CBI)।

হ্যাঁ, আজ দুজন ইডি আধিকারিককে সঙ্গে নিয়ে শাহজাহানের ডেরায় হানা দিয়েছে সিবিআই। সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও। 3D স্ক্যানার ক্যামেরা নিয়ে অভিযানে নেমেছে ফরেন্সিক দল। ইতিমধ্যে শাহজাহানের বাড়িতে তালা খুলেছেন সিবিআই-এর আধিকারিকরা।

   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন