নারী দিবসে ‘BJP হটাও, বেটি বাঁচাও’, রব বিরোধী নেতার

ভোটের প্রাক্কালে , আন্তর্জাতিক নারী দিবসে শুক্রবার ৮ মার্চ মোদী সরকার (BJP)-কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর না যাওয়া…

ভোটের প্রাক্কালে , আন্তর্জাতিক নারী দিবসে শুক্রবার ৮ মার্চ মোদী সরকার (BJP)-কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর না যাওয়া এবং বিজেপি সাংসদের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের ওপর যৌন হেনস্থার অভিযোগের বিষয়ে নিরবতা নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা।

এ বিষয়ে তিনি একটি পোস্ট করেছেন নিজের X মাধ্যমে। তিনি বলেছেন,” এখানে কিছু প্রশ্ন রয়েছে যা দেশের উপস্থিত মহিলারা তাকে জিজ্ঞাসা করেছেন: মণিপুরে গত বছর থেকে কার্যত গৃহযুদ্ধে চলছে এবং মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। রাজ্য ও কেন্দ্রে বিজেপির দ্বৈত বিচার চলছে এমন একটি রাজ্যে মহিলাদের অবহেলিত হওয়ার ভিডিও সামনে এসেছে বারবার। কেন প্রধানমন্ত্রী রাজ্যে আসতেও রাজি হলেন না?”।

কংগ্রেস নেতা আরও বলেছেন , বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের আনা হেনস্থার সাতটি অভিযোগ আছে কিন্তু তাও প্রধানমন্ত্রী নীরব রয়েছেন। ভারতীয় নারীরা নিজেদের ওপর হওয়া অত্যাচারের সব উত্তরের দাবীদার এবং এটা তাদের ন্যায্য প্রাপ্য। এর সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘বিজেপি হটাও বেটি বাঁচাও’ স্লোগান দিয়েছেন সকলের উদ্দ্যেশে।