Mohammed Shami: লোকসভা ভোটে বিজেপির বাজি মহম্মদ শামি!

চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। লড়তে পারেন পদ্মের প্রতীকে। বাংলা থেকেই। এমনই খবর বিজেপি সূত্রে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খবর…

mohammed shami BJP

চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। লড়তে পারেন পদ্মের প্রতীকে। বাংলা থেকেই। এমনই খবর বিজেপি সূত্রে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খবর বাস্তবায়িত হলে তা হবে মাস্টার স্ট্রোক।

ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র মহম্মদ শামি। বাংলার প্রতিনিধি। বিশ্বকাপে তাঁর কীর্তি গোটা দেশের নজর কেড়েছে। ড্রেসিং রুমে গিয়ে শামিকে পিঠ চাপড়ে দেন খোদ মোদি। তারপর অমিত শাহের মতো নেতার সঙ্গেও মহম্মদ শামিকে দেখা গিয়েছে।

সেই মহম্মদ শামিকেই লেকসভা ভোটের প্রার্থী করার কথা ভাবছে পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, মহম্মদ শামির সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আলোচনা হয়েছে‌। এবং সেই আলোচনা যথেষ্ট ইতিবাচক। তবে মহম্মদ শামি এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানাননি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি কিছুদিন সময় চেয়েছেন বলে দাবি বিজেপি সূত্রে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলার ৪২ আসনের মধ্যে ২৩ টির প্রার্থী তালিকা ঘোষণা বাকি। কোন আসন থেকে লড়বেন শামি। বিজেপি সূত্রে খবর, সংখ্যালঘু প্রধান কোনও কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। পর্যবেক্ষকদের মতে, এই জল্পনা সত্যি হলে বিজেপি এক ঢিলে দুই পাখি মারতে পারবে। প্রথমত, মহম্মদ শামিকে প্রার্থী করলে মুসলিম সমাজকে পাশে থাকার বার্তা দেওয়া যাবে। পাশাপাশি, সংখ্যালঘু প্রধান একটি মুসলিম আসনেও পদ্ম ফোটানো যাবে।

কোন আসন থেকে লড়বেন শামি? এ নিয়ে নানা জল্পনা চলছে বিজেপির অন্দরে। সূত্রের খবর, বসিরহাট কেন্দ্রের প্রার্থী হতে পারেন মহম্মদ শামি। এই কেন্দ্রের মধ্যেই সন্দেশখালি। শেখ শাহজাহানের বিরুদ্ধে বিজেপি আন্দোলন করলেও এই আসন তাদের জন্য নিশ্চিত নয়। কারণ এই লোকসভা কেন্দ্রে বিপুল সংখ্যালঘু ভোটার। তাই বসিরহাটে বিজেপির বাজি মহম্মদ শামি!