Bankura: বিজেপি থেকে তৃণমূল হন বিধায়ক, তার অফিসে আয়কর তল্লাশি

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়কের কার্যালয় সহ ব‍্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর হানা। বিজেপি টিকিটে জেতা বিধায়ক সম্প্রতি যোগ দেন তৃণমূলে। বিধায়ক তন্ময় ঘোষ ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির…

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়কের কার্যালয় সহ ব‍্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর হানা। বিজেপি টিকিটে জেতা বিধায়ক সম্প্রতি যোগ দেন তৃণমূলে।

বিধায়ক তন্ময় ঘোষ ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ব্রাত্য বসুর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এলাকায় ‘বিজেমুলী বুম্বা’ নামে সুপরিচিত। বুম্বার চাল কল, মদের ব্যবসা আছে। সেখানে আয়কর হানা চলছে। সেই মদের দোকানের পাশেই রয়েছে বিধায়কের অফিস। সেখানে ঢুকেছেন আয়কর অফিসাররা।

বাঁকুড়া জেলা বিজেপি তাদের দলত্যাগী বিধায়কের বিষয়ে কিছু বলতে নারাজ। তবে জেলা তৃণমূলের অভিযোগ, বিজেপিতে থাকার সময় তন্ময় ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে শুভেন্দুর সমালোচনা শুরু করেন তন্ময়। অভিযোগ, বিজেমুলী বুম্বা তথা তন্ময় ঘোষের বিরুদ্ধে কলকাঠি নাড়ছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু জানান, ও কখন কোন দলে তাই তো কেউ জানে না।

রেশন দুর্নীতির তদন্তে ইডির পাশাপাশি রাজ্যের দশ জায়গায় আয়কর অভিযান চলছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ একাধিক জায়গায় অভিযান চলছে। রাইস মিল ব্যবসার লেনদেনে গরমিল খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিধায়ক নেই তাঁর এলাকায়। তিনি আছেন কলকাতার। তিনি সংবাদমাধ্যমে জানান, আয়কর তল্লাশির খবর পেয়েছি। কেন তল্লাশি জানি না। এদিকে বিষ্ণুপুর সরগরম। বিধায়কের অনুগামীরা বলছেন, এই তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক কারণে। তৃ়নমূল থেকে বিজেপিতে গিয়ে বিধায়ক হন তন্ময় ঘোষ। তার চালকল ও মদের দোকান আছে সবাই জানে। পরে তিনি ফের তৃ়নমূলে ফিরে আসেন।