Purba Bardhaman: বর্ধমান শহরের রাস্তায় কাটা হাত! শুনশান এলাকা

দাবদাহের নিঝুম দুপুর। কেউ তেমন রাস্তায় নেই। যদিওবা দু একজন যাচ্ছেন ভয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কারণ, রাস্তায় পড়ে একটি হাত! মৃত মানুষের সেই হাত দেখে…

দাবদাহের নিঝুম দুপুর। কেউ তেমন রাস্তায় নেই। যদিওবা দু একজন যাচ্ছেন ভয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কারণ, রাস্তায় পড়ে একটি হাত! মৃত মানুষের সেই হাত দেখে এলাকার কচিকাঁচারা ভীত। দূরের চায়ের দোকানে ইতিউতি জটলা। কার হাত? কার হাত? চাপা উত্তেজনা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সদর বর্ধমান শহরের বোরহাট এলাকার ইউনিভার্সিটি হেলথ সেন্টারের কাছে।

এলাকাটি মূলত নিঝুম। একদিকে বিশাল কৃষ্ণসায়র পরিবেশ কাননের জঙ্গল। পাশ দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তায় ইউনিভার্সিটি হেলথ সেন্টারের সামনে ওই কাটা হাতের অংশ রাস্তার উপর দেখা যায়। মৃত মানুষের হাত পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন থানায় খবর দেন।

জানা গেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের একটি গাড়ি করে বেওয়ারিশ দেহ দাহ করার জন্য নিয়ে যাওয়ার সময় ওই হাতের অংশটি গাড়ি থেকে ছিটকে পড়ে। তবে গাড়ি চালক সেটি দেখতে পাননি।  হাতের অংশটি রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকে। দুর্গন্ধ ছড়ায়। পরে সেই হাতের অংশটি তুলে নিয়ে যাওয়া হয়।

এলাকার পুরনো বাসিন্দারা বলছেন, বেশ কয়েক দশক আগে এমনইভাবে একটি হাতের অংশ মর্গের গাড়ি থেকে পড়ে ছিল রাস্তায়। বছর কয়েক আগে মানুষের মাথার অংশ পড়ে গেছিল। হাসপাতালের মর্গ থেকে বর্ধমান শ্মশানে যাওয়ার পথটি শহরের এই নিঝুম এলাকা বোরহাটের মধ্যে দিয়ে।