Raju Jha Murder: কয়লা মাফিয়া রাজু ঝাকে মারতে ঝাড়খন্ড থেকে এসেছিল খুনি

বিজেপি ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুনের ঘটনায় দলটির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, ওর মুখ বন্ধ করতেই খুন করানো হয়েছে। এদিকে…

বিজেপি ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুনের ঘটনায় দলটির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, ওর মুখ বন্ধ করতেই খুন করানো হয়েছে। এদিকে তদম্তে উঠে এসেছে, কয়লা পচার তদন্তে ইডি ডেকে পাঠিয়েছিল রাজুকে। হাজিরা দিতে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে খুন করা হয় রাজু ঝাকে।

   

রাজু ঝার খুনের তদন্ত করছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পুলিশ। তদন্তে উঠে এসেছে, গুলি চালিয়ে শক্তিগড় থেকে কলকাতার দিকে চলে যায় খুনিরা। পুলিশের প্রাথমিক অনুমান খুনিরা ঝাড়খণ্ডের সুপারি কিলার। তদন্ত চালাতে ঝাড়খণ্ডে গেছে পুলিশ

পশ্চিম বর্ধমান জেনার শিল্পশহর দুর্গাপুরের বাসিন্দা রাজু ঝা খনি-শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া বলে পরিচিত। গত বিধানসভা ভোটের আগে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে প্রচার করেছিল রাজু ঝা। তাকে খুনের পর থেকে প্রবল অস্বস্তিতে বিজেপি। বারবার দাবি করা হচ্ছে রাজুর সাথে যোগাযোগ ছিলনা। জেলা রাজনৈতিক মহলে আলোচনা, রাজু ঝা নিজে মুখে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেনি।