উত্তেজক ভাষণ নয় শর্তে শুভেন্দুকে সভা করার অনুমতি

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর। কিন্তু বিরোধী দলনেতার সভা ঘিরে দেখা দেয় জটিলতা। অভিযোগ, প্রথমে অনুমতি দেওয়া হলে পরে…

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর। কিন্তু বিরোধী দলনেতার সভা ঘিরে দেখা দেয় জটিলতা। অভিযোগ, প্রথমে অনুমতি দেওয়া হলে পরে তা বাতিল করে দেয় স্কুল কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থির করা হলেও পুলিশের তরফে মেলেনি অনুমতি। শেষ মুহুর্তে অনুমতি না মেলার কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার মামলা আদালতে গড়ালে শুভেন্দু শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ সভা করতে হবে। তাই উস্কানি মন্তব্য দেওয়া যাবে না। এরপর শুভেন্দু নিজেই ট্যুইট করে জানান,তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন।