বাড়ি থেকে অপহৃত তৃণমূল কর্মীর মুন্ডহীন দেহ উদ্ধার

অপহৃত তৃণমূল কংগ্রেস কর্মীর মুন্ডহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য। নিখোঁজ হওয়ার দশ দিন পর দেহ মিলল মালদার মাখনা চাষের বিল থেকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে অপহরণ করে…

অপহৃত তৃণমূল কংগ্রেস কর্মীর মুন্ডহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য। নিখোঁজ হওয়ার দশ দিন পর দেহ মিলল মালদার মাখনা চাষের বিল থেকে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে অপহরণ করে খুনের অভিযোগে সরগরম এই এলাকা।

মূল অভিযুক্ত আব্দুল বাসির সহ আরও বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি ছিল। এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছে।

চলতি মাসের ১৪ মে আব্দুল বারিককে বাড়ি থেকে বাসিরের অনুগামীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর মাঝের এই কদিন অভিযুক্ত ও তার দলবল গা ঢাকা দিয়েছিল।পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে অভিযুক্তকে। তাকে মালদায় নিয়ে আসা হয়।

জেরার পর পুলিশ তল্লাশি চালায় মালদার মাখনা চাষের বিলে।সেখান থেকেই বারিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।