একটি পায়ে ভর করেই লাফিয়ে স্কুলে যাওয়া সীমার কাহিনী ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। একটি মেয়ের কাণ্ড দেখে সকলে তাঁকে কুর্নিশ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারে। জানা গিয়েছে, বিহারের জামুই এলাকার একটি…

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। একটি মেয়ের কাণ্ড দেখে সকলে তাঁকে কুর্নিশ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারে।

জানা গিয়েছে, বিহারের জামুই এলাকার একটি ১০ বছরের মেয়ে একটি পায়ের উপর ভর করেই ১ কিমি রাস্তা পার করে স্কুলে যাচ্ছে। মেয়েটির নাম হল সীমা। জানা গিয়েছে, সে নিজের বাবা মায়ের সঙ্গে নকশাল প্রভাবিত এলাকা ফতেপুর গ্রামে থাকে। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় সে নিজের একটি পা হারায়। যদিও হার না মেনে একটি পায়ের উপর ভর করেই জীবনের আগামী দিনে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে একরত্তি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিকে এটুকু বয়সে সীমার এহেন কাণ্ড দেখে সকলেই স্বাভাবিকভাবে তাজ্জব হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছে যে সীমা স্কুল যাওয়া থেকে শুরু করে বাকি যাবতীয় যা কাজ আছে সে বিনা কারোর সাহায্য নিয়ে একাই করে। মেয়েটির বাবা ভিন রাজ্যে কাজ করে আর মা গ্রামেই এক জায়গায় শ্রমিকের কাজ করে সংসার চালান। সীমার মা জানিয়েছেন যে তাঁর ৬টি সন্তান। তাঁর মধ্যে সীমা মেজো মেয়ে।

৪ বছর আগে ইটভাটায় কাজ করার সময় একটি ট্রাকের মুখে পড়েন সীমা। আর সেই দুর্ঘটনাতেই নিজের একটি পা হারায় মেয়েটি।