ওষুধ নিয়ে ফেরার পথে হামলার শিকার নাবালিকা

নিজস্ব সংবাদদাতা, চণ্ডিপুর: সোমবার সন্ধ্যায় বাবার ওষুধ নিয়ে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নাবালিকার উপর হামলা চালানোর অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। অচৈতন্য পড়লে ওই…

নিজস্ব সংবাদদাতা, চণ্ডিপুর: সোমবার সন্ধ্যায় বাবার ওষুধ নিয়ে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নাবালিকার উপর হামলা চালানোর অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। অচৈতন্য পড়লে ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডিপুর থানায় বরোজ এলাকায়।যদি ওই নাবালিকা পরিবারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট সাইকেলে করে অসুস্থ বাবার ওষুধ নিয়ে ফিরছিল ১৪ বছরের নাবালিকা। ফাঁকা রাস্তা একা পেয়ে ওই নাবালিকার উপর পাউটার জাতীয় কিছু হামলা চালায় এক যুবক বলে অভিযোগ। তারপরেই সংজ্ঞা হারিয়ে পারেন ওই নাবালিকা।

বাইকে করে চম্পট দেয় ওই যুবক। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই নাবালিকাকে উদ্ধার করে চণ্ডিপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই নাবালিকার। ঘটনা প্রকাশ্যে আসার পরই এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

চণ্ডিপুর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নাবালিকাকে লঙ্কাগুড়ো ছঁটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি৷”

এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বরা। স্থানীয় বিজেপি নেতা বিপ্লব মণ্ডল বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে চিহ্নিত করে কঠোর শাস্তির প্রধানের জন্য অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে করেছি৷”