‘এক দেশ এক ভোট’ বৈঠকে দিল্লি যাবেন না মমতা

কলকাতা: দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা৷ একদম শেষ মূহুর্তে নবান্নে সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো ‘এক দেশ এক ভোট’ বৈঠকে যোগ দেবেন না৷ সোমবার…

Mamata Banerjee

কলকাতা: দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা৷ একদম শেষ মূহুর্তে নবান্নে সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো ‘এক দেশ এক ভোট’ বৈঠকে যোগ দেবেন না৷ সোমবার তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল৷ মঙ্গলবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি বৈঠক ছিল৷ কিন্তু কেন তিনি নিজে এই সফর বাতিল করলেন?

বরাবরই এক দেশ, এক নির্বাচনের প্রস্তাবের বিপক্ষে ছিলেন তিনি৷ তবে সেই কারণে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন না, এমনটা কিন্তু একদমই নয়৷ রাজধানী না যাওয়ার পিছনে রয়েছে অন্য কারণ৷ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে৷ রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে৷ মাঝে সময় একেবারেই নেই৷ সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি যোগ দিতে যেতে পারছেন না৷ তবে তিনি না গেলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেবে তৃণমূল৷

   

মুখ্যমন্ত্রী জানান, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি গোটা বিষয়টি জানিয়েছন৷ তাঁর অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন তিনি৷ তিনি যেহেতু যেতে পারছেন না, তাই দলের পক্ষ থেকে ওই বৈঠকে থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷