Kolkata: ‘বয়কট’ প্রচারে মারধরের আতঙ্ক বাংলাদেশ বইমেলার প্রকাশকদের

বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর প্রতিবেশি বাংলাদেশে উল্লসিত হন অনেকে। সামাজিক মাধ্যমে ভারতকে নিয়ে বিদ্রুপ চরম ভারত বিদ্বেষ আকার নেয়। এর জেরে ভারতে বিশেষকরে পশ্চিমবঙ্গে…

Bangladesh Bookfair

বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর প্রতিবেশি বাংলাদেশে উল্লসিত হন অনেকে। সামাজিক মাধ্যমে ভারতকে নিয়ে বিদ্রুপ চরম ভারত বিদ্বেষ আকার নেয়। এর জেরে ভারতে বিশেষকরে পশ্চিমবঙ্গে শুরু হয় “বয়কট বাংলাদেশ” প্রচার। তীব্র ক্ষোভ ছড়ায়। সেই ক্ষোভের রেশ ধরে এবার কলকাতার (Kolkata) মারধরের ভয় পাচ্ছেন ঢাকার বই প্রকাশকরা। তাদের আশঙ্কা বাংলাদেশ বইমেলা (Bangladesh Bookfair) প্রাঙ্গনে হামলা হতে পারে।

এবার কলকাতার ‘বাংলাদেশ বইমেলা’ শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। ১১তম এই আয়োজন করা হয়েছে শহরের বই পাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিটে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনির হাত ধরে এবারও এই মেলা উদ্বোধনের কথা রয়েছে।

“বয়কট বাংলাদেশ” প্রচারে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ বইমেলায় অংশ নেওয়া প্রকাশকরা। তাদের আশঙ্কা হামলা হতে পারে। বাংলাদেশ বইমেলায় এমন কোনও পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা খতিয়ে দেখতে কলকাতায় এসেছেন ঢাকার কয়েকজন প্রকাশক। ইতিমধ্যে দার্জিলিংয়ে একটি হোটেলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ওই হোটেল কর্তৃপক্ষ।

কলকাতার বা়ংলাদেশ বইমেলায় অংশ নিতে আসা ঢাকার প্রকাশক গফুর হোসেন ও আয়নুল হোসেন নিজেদের আতঙ্ক স্পষ্ট করেছেন। গফুর হোসেন বলেন, কিছুটা আশঙ্কা নিয়েই মেলা শুরুর দশ দিন আগে আমরা কয়েকজন প্রকাশক কলকাতায় এসেছি। কলকাতার প্রশাসন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতার মানুষ তাদের সহযোগিতা করবেন এমন বিশ্বাসের কথাও ব্যক্ত করেছেন।