Arjun Singh: অর্জুনের বিদ্রোহে জ্বলছে ব্যারাকপুর, ফের তৃণমূল ত্যাগের পথে সাংসদ

বিকেলে ব্রিগেড শেষ। রাতে বিদ্রোহের আগুনে জ্বলতে শুরু করেছে ব্যারাকপুর। তৃনমূলের টিকিট বিদ্রোহ শুরু করেছেন স্থানীয় বিদায়ী সাংসদ অর্জুন সিং (Arjun Singh)  অনুগামীরা। ব্যারাকপুর সংসদীয়…

arjun_singh

বিকেলে ব্রিগেড শেষ। রাতে বিদ্রোহের আগুনে জ্বলতে শুরু করেছে ব্যারাকপুর। তৃনমূলের টিকিট বিদ্রোহ শুরু করেছেন স্থানীয় বিদায়ী সাংসদ অর্জুন সিং (Arjun Singh)  অনুগামীরা। ব্যারাকপুর সংসদীয় কেন্দ্রের একাধিক এলাকায় পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন। অর্জুন সিংয়ের দাবি, দল বিশ্বাসঘাতকতা করেছে।

রবিবার তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে। তালিকায় একাধিক পুরনো মুখ বদল করা হয়। নাম কাটা যায় ব্যারাকপুরের দলবদলু সাংসদ অর্জুন সিংয়ের। তিনি বলেছেন, আমাকে লোকসভা ভোটের প্রার্থী করার কথা বলা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নাম কাটার কথা জানানো হয়। এমন হবে জানলে তৃ়নমূলে আসতাম না।

সাংবাদিক সম্মেলন থেকেই অর্জুন সিং বলেন, আমার অনুগামীরাও ক্ষুব্ধ। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ফের ইঙ্গিতে দলত্যাগ বার্তা দেন তিনি।

নাম না করে তৃ়নমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেন অর্জুন সিং। তিনি বলেন যে আমাকে দলে এনেছিল তার সঙ্গেই প্রার্থী হওয়ার বিষয়ে কথা হয়েছিল। বিজেপি ছেড়ে তৃ়নমূলে আসার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বরণ করেছিলেন অর্জুন সিংকে।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং।  দীর্ঘ সময় ভাটপাড়ার তৃ়নমূল বিধায়ক ছিলেন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই অর্জুন সিং ব্যারাকপুর থেকে গত লোকসভা ভোটে জয়ী হন। তবে গত বিধানসভা ভোটে তৃ়নমূল সরকার ধরে রাখার পর এলাকায় কোণঠাসা হয়েছিলেন তিনি। বিজেপি সাংসদ থাকাকালীন ফের তৃণমূলে ফিরে আসেন। এবার তাঁকে প্রার্থী করেননি মমতা।

ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণার পরই আলোচনা বাড়ছে ফের বিদ্রোহী হতে চলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি অর্জুন সিং বিরোধী গোষ্ঠী।