এসএসসি দুর্ণীতির ৭২ কোটি টাকা পার্থ ঘনিষ্টের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর তথ্য সামনে আনল ইডি

এসএসসি দুর্ণীতিতে বিস্ফোরক তথ্য উদ্ধার করল ইডি। এই দুর্নীততে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন তার পাশাপাশি এই ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়েছে ৭২ কোটি টাকা। জানা যায়…

Partha Chaterjee

এসএসসি দুর্ণীতিতে বিস্ফোরক তথ্য উদ্ধার করল ইডি। এই দুর্নীততে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন তার পাশাপাশি এই ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়েছে ৭২ কোটি টাকা। জানা যায় প্রসন্ন রায় নামে এক ব্যক্তি, যিনি কিনা সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নী জামাই। তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৭২ কোটি টাকা। বিগত ৬ বছর ধরে চাকরি বিক্রির বেশিরভাগ টাকাই জমা পড়েছে তার অ্যাকাউন্টে। ইডির পেশ করা রিপোর্ট থেকে এমনই  তথ্য প্রকাশ্যে এলো।

তবে এদিন আদালতে প্রসন্নের আইনজীবী দাবি করেছেন যে তাঁর অ্যাকাউন্টে ব্যাবসার টাকা জমা পড়েছে। এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই। শুক্রবার দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি ছিল সেখানেই প্রসন্ন রায়ের বিরুদ্ধে আদালতে রিপোর্ট জমা দেয় ইডি।এদিকে ইডির দাবির প্রেক্ষিতে মোট কত জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তা জানতে চান বিচারপতি। এ প্রসঙ্গে ৭২ কোটি টাকা জমা হলে তা মোট কত জনের কাছে থেকে নিতে হয় সেই হিসেবও দিতে চান প্রসন্নের আইনজীবী।

   

বিরাট ভাঙন বিজেপিতে, ১৫ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে

 ২০২২ সালে সিবিআই প্রসন্নকে গ্রেফতার করার পর জানতে পারেন প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নী জামাই। প্রথমে তিনি ছিলেন সামান্য রং মিস্ত্রি পরে দুবাইয়ের হোটেল মালিক। এখানেই উঠছে প্রশ্ন কোথা থেকে হঠাৎ এত টাকা পেল প্রসন্ন? তাই নিয়েই সন্দেহ শুরু হয় গোয়েন্দা বিভাগের। শুধু চাকরি বিক্রি নয়, পাশাপাশি বিপুল সম্পত্তি ক্রয়-বিক্রয়ও করেছেন তিনি। এছাড়া কম দামে সম্পত্তি কিনে বেশি দামে বিক্রি করেও প্রচুর অর্থ উপার্জন করেন পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্মী জামাই। সেই তথ্যও প্রকাশ্যে আসে।