NEET পরীক্ষায় কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের দাবি

এবার NEET পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠল। শুধু তাই নয়, সিবিআই তদন্ত সেইসঙ্গে পুনরায় পরীক্ষার দাবি তোলা হল। আইএমএ জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক NEET 2024 নিয়ে…

এবার NEET পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠল। শুধু তাই নয়, সিবিআই তদন্ত সেইসঙ্গে পুনরায় পরীক্ষার দাবি তোলা হল।

আইএমএ জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক NEET 2024 নিয়ে একটি চিঠিতে কথিত অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছে। চিঠিতে বোলা হয়েছে, “সব শিক্ষার্থীর জন্য সুষ্ঠু ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে পুনঃপরীক্ষার অনুরোধ করা হয়েছে। কিছু পড়ুয়া ৭১৮ ও ৭১৯ নম্বর পেয়েছে, যা পরিসংখ্যানগতভাবে প্রশ্নবিদ্ধ। এই পড়ুয়াদের গ্রেস মার্কস দেওয়ার কোনও নির্দিষ্ট যুক্তি নেই। শিক্ষার্থীদের দেওয়া গ্রেস মার্কস অনুযায়ী কোনও তালিকা ভাগ করা হয়নি। “

   

এদিকে ফলাফল 2024 বাতিল হবে কি না? NEET 2024 পুনরায় পরীক্ষা হবে কি না? NEET এর সর্বশেষ আপডেট কী? নিটে কি কোনও কেলেঙ্কারি হয়েছে? আপনার প্রশ্নের উত্তর আজই দেওয়া যাবে। আজ শনিবার কেন্দ্রীয় সরকার, উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে NEET UG 2024 বিষয়টি নিয়ে একটি সাংবাদিক করবে। সেখানেই সব দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে বলে মনে হচ্ছে।

NEET 2024 বাতিল হবে কি না, তা কিছুদিন পরেই জানা যাবে। তবে এটি ঘটতে পারে কিনা তা জানাও আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। NEET পরীক্ষা কি আবার পরীক্ষা করা যায়? উত্তর হল হ্যাঁ। কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছে। তখন এনইইটির পরিবর্তে ন্যাশনাল মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা এআইপিএমটি হতো। সুপ্রিম কোর্ট এআইপিএমটি ২০১৫ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার রায় দিয়েছিল।

এদিকে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার অন্তর্ভুক্ত নিট ইউজি-র ফলাফল নিয়ে দেশজুড়ে হৈচৈ চলছে। অনেক জায়গায় বিক্ষোভও হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছেন পড়ুয়ারা। যার জেরে ফের একবার এই পরীক্ষার ফল নিয়ে পড়ুয়াদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। প্রসঙ্গত, এই পরীক্ষা নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্ক সামনে এসেছে।