ফুরফুরা শরিফে রেলের জায়গায় আধিপত্য বিস্তার রাজ্য সরকারের

জমি জটের কারণে থমকে রয়েছে রেল প্রকল্প। মুখ্যমন্ত্রীকে চিঠি রেল মন্ত্রীর। ফুরফুরা শরিফে প্রকল্পের জন্য জমি চিহ্নিত হলেও দশ বছর ধরে আটকে রয়েছে প্রকল্প বাস্তবায়নের…

জমি জটের কারণে থমকে রয়েছে রেল প্রকল্প। মুখ্যমন্ত্রীকে চিঠি রেল মন্ত্রীর। ফুরফুরা শরিফে প্রকল্পের জন্য জমি চিহ্নিত হলেও দশ বছর ধরে আটকে রয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। রেলের চিহ্নিত জমিতে চলছে রাজ্য সরকারের প্রকল্পের কাজ। তবে এ বিষয়ে পঞ্চায়েত সব জানে দাবি স্থানীয়দের। ফুরফুরা শরিফকে কেন্দ্র করে বিগত কয়েক বছরে তিনটি রেল প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। সেই রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি জায়গায় প্রকল্পের কাজ অল্পবিস্তর এগিয়েছে। তার মধ্যে অন্যতম হলো তারকেশ্বর থেকে ফুরফুরা শরিফ যে প্রকল্প। স্থানীয়দের দাবি সেখানে বর্তমানে যে রাস্তা রয়েছে তার উপরে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছিল। যেই রাস্তার উপর থেকে রেলের ট্র্যাক বসানোর কথা ছিল।

এর পাশাপাশি এই এলাকায় এক থেকে দেড় কিলোমিটার জায়গা রেল নিয়েছে। কিন্তু তা জমি জটে আটকে রয়েছে। এই রাস্তাটি ডানকুনির দিয়ে এগিয়ে গিয়ে কাজ থমকে রয়েছে। এরপরে জমির সমস্যার কারণে রেল ট্র্যাক তৈরি করা যায়নি। কাজ বন্ধ রয়েছে প্রায় ৭ থেকে ৮ বছর। আবার লোকমুখে শোনা গিয়েছে প্রায় ১০ বছর কাজ বন্ধ রয়েছে।

   

যেখানে এত বছর ধরে রেলের কাজ আটকে রয়েছে সেখানে চলছে রাজ্য সরকারের কাজ। ওই জায়গায় রাখা রয়েছে এক বিশাল মেশিন। যার দ্বারা পিডব্লিউডির কাজ চলছে বলে জানা গিয়েছে। রেলের পড়ে থাকা জমিতে কাজ চালাচ্ছে রাজ্য সরকার। এ বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ” এই এলাকায় ট্রেন চালু হলে খুবই সুবিধা হতো। এখানে যাতায়াতের অনেক সমস্যা। অনেকটা পথ যেতে হয় হেঁটে। এবার কখনও মেলেনা গাড়ি। ফলে চরম সঙ্কট গোটা এলাকার মানুষের”।