ক্রিকেট খেলে প্রচার শুরু করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী

ভোটের দামামা বেজে গিয়েছে! মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ভোটপ্রচারে দেখা গিয়েছে। সোমবার সকাল থেকে তাঁকে…

TMC candidate Kirti Azad

ভোটের দামামা বেজে গিয়েছে! মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ভোটপ্রচারে দেখা গিয়েছে।

সোমবার সকাল থেকে তাঁকে দেখা গেল চেনা ছন্দে। একদম খোশমেজাজে তিনি ভোট ময়দানে নেমে পড়লেন। সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। পুজোর পর মন্দিরের বাইরের একটি দেওয়ালে আঁকতে দেখা যায় তাঁকে। এরপরই সোজা চলে যান ক্রিকেট মাঠে। আসলে তাঁর রক্তে মিশে আছে ক্রিকেট।

রাধারানি স্টেডিয়ামে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। ক্রিকেটারদের সঙ্গে খেলতে ব্যাট হাতে মাঠে নামেন। নতুন প্রজন্মের খেলোয়ারদের শরীরচর্চা ও ফিট থাকার বিষয়ে পরামর্শও দেন।

প্রসঙ্গত তিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিল। তাঁর রাজনৈতিক হাতেখড়ি বিজেপির হাট ধরেই। প্রথমে বিধায়ক হিসেবে পথ চলা শুরু। ১৯৯৩ থেকে ১৯৯৮ অবধি। তারপরে ১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বিহারের দারভাঙ্গা আসন থেকে জয়লাভ করেন। এরপর ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ফের বিহারের দারভাঙ্গা থেকে জয়ী হন তিনি। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের ধানবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়ান এবং পরাজিত হন।

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বর্তমান সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়া। এবার দেখার বিষয় কীর্তি আজাদ কি তাঁকে পরাস্ত করতে পারবেন ? নাকি আবারও পরাজিত হবেন। সময়ই সেই কথা বলবে!