Election commission: জাতীয় নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্নায় বসেলন তৃণমূল নতুন এবং প্রাক্তন সাংসদরা

জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় বসলেন তৃণমূলের ১০জন নব্য এবং প্রাক্তন সাংসদরা। সোমবার তাঁরা বিকাল ৪ ঘটিকায় জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তাঁদের অভিযোগের…

tmc mp

জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় বসলেন তৃণমূলের ১০জন নব্য এবং প্রাক্তন সাংসদরা। সোমবার তাঁরা বিকাল ৪ ঘটিকায় জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তাঁদের অভিযোগের মুখ্য বিষয় ছিল কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভোটে প্রভাব খাটানো হচ্ছে। এছাড়াও তাঁরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন। কিন্তু তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের ‘ফুল বেঞ্চের’ সঙ্গে সাক্ষাৎ করতে চান এই দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ২৪ ঘণ্টার ধর্নাতে বসেছেন।

তৃণমূলের ১০ সদস্যদের দলে আছেন শ্রী ডেরেক ও’ব্রায়েন, শ্রী নাদিমুল হক, শ্রীমতী দোলা সেন, শ্রী সাকেত গোখলে, শ্রীমতী সাগরিকা ঘোষ, শ্রী বিবেক গুপ্তা, শ্রীমতী অর্পিতা ঘোষ, ডা. শান্তনু সেন, শ্রী আবির রঞ্জন বিশ্বাস এবং শ্রী সুদীপ রাহা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র থেকে জানা গিয়েছে তাঁরা ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি বলে এই অনশন কর্মসূচী। তবে ইতিমধ্যে দিল্লি পুলিশের টিম তাঁদেরকে সেই স্থান থেকে সরিয়ে বাসে করে অন্যত্র নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

   

প্রসঙ্গত কিছুদিন আগে এনআইএ দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। যার পর থেকে রাজ্য কেন্দ্রে সংঘাত চরমে উঠেছে। তৃণমূলের দাবি ভোটের আগে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে।