ISL: নিজেদের ঘরের মাঠে কবে কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল? জানুন

গতকাল বিকেলের দিকেই প্রকাশিত হয়েছে এবারের এই দশম তম হিরো আইএসএলের (ISL 2023) প্রথম লেগের সময় সূচী। যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে কোচিতে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে থাকছে কেরালা ব্লাস্টার্স

East Bengal's Lineup

গতকাল বিকেলের দিকেই প্রকাশিত হয়েছে এবারের এই দশম তম হিরো আইএসএলের (ISL 2023) প্রথম লেগের সময় সূচী। যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে কোচিতে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে থাকছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু কে হবে তাদের প্রতিপক্ষ সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয় গতবারের ফাইনালিস্ট তথা বেঙ্গালুরু এফসির নাম। তার ঠিক একদিন পরেই অর্থাৎ ২৩ সেপ্টেম্বর যুবভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমে অভিযান শুরু করবে পড়শি ক্লাব তথা গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। এর ঠিক একদিন পর নিজেদের যাত্রা শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল।

তবে এবারের এই আইএসএল মরশুমে কবে ও কাদের সঙ্গে হোম ম্যাচ খেলবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা? দেখা যাক এক নজরে। উল্লেখ্য, গতবারের মতো এবার ও জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নেমে এবারের এই আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ শিবির। আগামী ২৫ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে সেই ম্যাচ।

সেজন্য এখন থেকেই যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। তারপর চারদিন বিশ্রাম নিয়ে আগামী ৩০ তারিখ যুবভারতীর বুকেই আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে হবে নাওরেম মহেশদের। তারপর আবার ম্যাচ রয়েছে ২১ অক্টোবর। প্রতিপক্ষ মানালো মার্কেজের এফসি গোয়া। এরপর সোজা নভেম্বর। ৪ঠা নভেম্বর আদ্রিয়ান লুনাদের কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল।

মাসখানেক পর আগামী ৪ঠা ডিসেম্বর তাদের খেলতে হবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তারপর আগামী ৯ ডিসেম্বর আইলিগের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে খেলার পর ২২ তারিখ সার্জিও লোবেরার ওডিশার সাথে খেলে বছর শেষ করবে লাল-হলুদ শিবির।

উল্লেখ্য, গতবারের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও এবারের এই নয়া মরশুমের শুরু থেকেই অপেক্ষাকৃত ছন্দে আছে ইস্টবেঙ্গল ফুটবল দল। ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হলেও টুর্নামেন্ট জুড়ে যথেষ্ট দাপট ছিল তাদের। সেই পারফরম্যান্স আদৌ কতটা দেখা যায় এবারের এই আইএসএল মরশুমে এখন সেটাই দেখার।