Uttar 24 Pargana: একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ দুষ্কৃতী গ্রেফতার

বড় সাফল্য পেল বসিরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, বসিরহাট পুলিশ জেলার নাকা চেকিং চালানোর সময় একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। স্বরূপনগর থানার বড় বাঁকড়া থেকে বৃহস্পতিবার ভোর রাতে রুহুল আমিন মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একনলা বন্দুক ও গুলি।

অন্যদিকে বাদুড়িয়া থানা বাদুড়িয়া বাজার থেকে রিভলবার গুলিসহ বাবুসোনা মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। এর পাশাপাশি হাসনাবাদ থানার আমলানী এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ সিরাজুল গাজী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একনলা বন্দুক ও গুলি। পাশাপাশি বনবিবি সেতু, বাসন্তী হাইওয়ে, হাড়োয়া ব্রিজ, ইছামতি ব্রীজের দিন রাতে পুলিশের নাকা চেকিং চলছে। ধৃত এই তিন দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন