‘চোরের দলে থাকা যাবে না’, TMC ছেড়ে CPIM হলেন শতাধিক

বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনায় রেকর্ড জয় হয়েছিল তৃণমূলের। শূন্য হয়েছিল সিপিআইএম। কিন্তু নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার মামলায় পার্থ ও অনুব্রতর গ্রেফতারের প্রভাব পড়ল…

বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনায় রেকর্ড জয় হয়েছিল তৃণমূলের। শূন্য হয়েছিল সিপিআইএম। কিন্তু নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার মামলায় পার্থ ও অনুব্রতর গ্রেফতারের প্রভাব পড়ল বড়। TMC ছেড়ে CPIM হলেন শতাধিক। হাবড়ার সোনাকিনিয়া গ্রামের ঘটনায় তীব্র আলোড়ন। এর আগেও বিভিন্ন জেলায় তৃ়ণমূল ত্যাগের ঘটনা এসেছে। বেশিরভাগ ভিড়ছেন বাম শিবিরে।

দলত্যাগীদের অভিযোগ, এলাকায় বাম নেতাদের সঙ্গে যোগাযোগ রাখলে ভয় দেখাত তৃণমূলের নেতারা। সোমবার সিপিআইএম যোগদানের পর তাঁরা বলেন, দল করতাম। কিন্তু চোরেদের দলে থাকা যাবে না। অসম্ভব চোর। নীচুতলা থেকে মুখ্যমন্ত্রী অবধি সবাই চোর৷ নীতি আদর্শ বলে কিছু নেই।

আবার কেউ বলছেন, মানসিক অত্যাচার করতেন তৃণমূল নেতারা৷ যে হারে মানসিক অত্যাচার হয়েছে, সেটা মেনে নেওয়ার নয়৷ তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিপিআইএম যোগদানে অনেক স্বস্তি মিলবে বলেই দাবি করছেন তাঁরা।

অভিষেক দুবাইতে কী করছেন? বিস্ফোরক  CPIM রাজ্য সম্পাদক দাবি মহম্মদ সেলিমের। পড়ুন:

স্বাধীনতার দিন অভিষেক দুবাইয়ে কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করছেন: মহঃ সেলিম

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকান্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর জেলায় জেলায় প্রতিবাদের রোল তুলেছে বামেরা। এবার শুধুমাত্র আন্দোলন নয়, সংগঠনের কথা ভেবেও দরজা খুলে দিলেন সিপিআইএম নেতারা৷ তাই বারবার রাজ্যের শাসক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানালেও নীচুতলার কর্মীদের প্রতি আলগা মনোভাব দেখাচ্ছেন বাম নেতারা। তারই প্রভাব পড়ল এবার হাবড়াতেও।