স্বাধীনতার দিন অভিষেক দুবাইয়ে কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করছেন: মহঃ সেলিম

স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন কেন্দ্র সরকারের৷ এই মুহুর্তে বারবার প্রশ্নের মুখে তাঁর দল৷ কয়লা…

স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন কেন্দ্র সরকারের৷ এই মুহুর্তে বারবার প্রশ্নের মুখে তাঁর দল৷ কয়লা পাচার মামলায় তাঁকে বারবার তলব করেছে ইডি৷ এমত অবস্থায় অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

সেলিম বলেন, গোটা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, ঠিক তার আগের দিন দেশ ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ে বসে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠক করছেন অভিষেক। বুর্জ খালিফায় বসে বড় বড় কথা বলছেন৷

Md salim challanges to bratya basu on defamation law

ভিডিও বার্তায় অভিষেকের প্রশ্ন, আমরা কী সত্যিই স্বাধীন? এখানে কি বাক স্বাধীনতা রয়েছে? প্রতিটি নাগরিক কি ক্ষুধা থেকে মুক্ত? পর্যাপ্ত খাদ্যশস্য কি মজুদ রয়েছে? এরপরেই তাঁর প্রশ্ন আমরা কি সত্যি করে অমৃতকালে বসবাস করছি?এরকম ভারত গড়ার স্বপ্নই কি গান্ধীজী, নেতাজী সুভাষচন্দ্র বসু এবং ভগত সিং দেখেছিলেন? অভিষেক বলেন, আমরা এই ধরনের অমৃতকাল চাই না। যারা দিল্লি থেকে বসে আমাদের নির্দেশ দেবে আমাদের কী পরতে হবে, কী খেতে হবে, কোথায় যেতে হবে? আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চাই।

আচমকা অভিষেক সংযুক্ত আরব আমিরশাহির শহর দুবাইতে কেন গেলেন, রাজনৈতিক মহলে তীব্র প্রশ্ন। যদিও তৃণমূল কংগ্রেস এ বিষয়ে নীরব।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী জানিয়েছিলেন দেশ ছাড়ার পর বিনয় মিশ্র দুবাইতে রয়েছেন। এমনকি অভিষেকের দুবাই যাওয়া নিয়ে ইডির আইনজীবীর বক্তব্য ছিল,অভিষেক বিনয়ের সঙ্গে যোগসাজশ করে দেশ ছেড়ে পালাতে পারেন। কারণ, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিবার বিনয়ের সঙ্গে সফর করেছেন অভিষেক। বিনয় আগেই দেশ ছাড়া হয়েছেন।এর পর আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল ইডিকে৷ এখন সেলিমের বক্তব্যে সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে।

অন্যদিকে, রবিবার দুর্নীতি নিয়ে বারবার বাম আমলের তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও আক্রমণ করতে পিছপা হননি সেলিম। তিনি বলেন, গত ১১ বছর ধরে কী করছিলেন । একটা ফাইলও তো বের করতে পারলেন না । আমার বিরুদ্ধে মামলা করার জন্য এসপি বদল করেছেন । কিছু করতে পারলেন না ৷