Deepak Mondal: ভবিষ্যতের ‘দীপক’ তৈরির কাজে ব্যস্ত দীপক মণ্ডল

দীপক মণ্ডল (Deepak Mondal)। ভারতীয় ফুটবলে আর এক জনপ্রিয় নাম। অর্জুন পুরষ্কারপ্রাপ্ত। দেশের হয়ে সিনিয়র পর্যায়ে ৪৭ট ম্যাচ খেলেছেন। তার মধ্যে দু’বার নেহরু আন্তর্জাতিক গোল্ড…

Arjuna award,Deepak Mondal,footballers, footballArjuna award,Deepak Mondal,footballers, football

দীপক মণ্ডল (Deepak Mondal)। ভারতীয় ফুটবলে আর এক জনপ্রিয় নাম। অর্জুন পুরষ্কারপ্রাপ্ত। দেশের হয়ে সিনিয়র পর্যায়ে ৪৭ট ম্যাচ খেলেছেন। তার মধ্যে দু’বার নেহরু আন্তর্জাতিক গোল্ড কাপ জয়ের কৃতিত্বও রয়েছে। কলকাতার তিন প্রধানের জার্সিতে পাঁচটা করে মরশুম এবং অধিনায়কত্ব করার গৌরবও তার ঝুলিতে। এই পরিসংখ্যানগুলোর চেয়েও ঈর্ষণীয় কথা যে, মাঠে দীপকের অদম্য লড়াইয়ের মানসিকতা আর নিখুঁত টেকনিকে প্রতিপক্ষের দুঁদে স্ট্রাইকারদের নিজের বশে রাখার দুর্দান্ত ধারাবাহিকতা।

২০১৮-য় খেলা ছেড়েছেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েট। কিন্তু বসে থাকেননি। নেমে পড়েছেন স্বপ্নপূরণের লড়াইয়ে। দু’বছর হল হুগলীর মানকুণ্ড-য় ফুটবলের স্কুল তৈরি করেছেন দীপক। সেখানে প্রায় ১০০জন ছাত্র। একটা গ্রুপ ৬ বছর থেকে ১০ বছর। আর একটা গ্রুপ ১১ থেকে ১৫। দ’জন কোচও রেখেছেন। রবিবার রাতে ফোনে কথা বলার সময় দীপক বললেন, “প্রাথমিক স্তরে কাজ করতে গিয়ে দেখছি প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে। কিন্তু এদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। ঠিক যেভাবে আমার মত ফুটবলারদের টাটা ফুটবল অ্যাকাডেমি পরিচর্যা করে বড় করে তুলেছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিচর্যার পাশাপাশি একজন প্রতিভাবান খুদে ফুটবলারের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলারও খুব প্রয়োজন।”

যাতে তার স্কুলের অনূর্ধ-১৬ বয়সের ফুটবলাররা কলকাতা ফুটবলের মূল স্রোতে খেলতে পারে সেই কারণে দীপক মণ্ডলের স্কুলের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে কলকাতা লিগের কয়েকটি পঞ্চম ডিভিশন ক্লাবের সঙ্গে। প্রত্যেক বছর সেই ক্লাবের জার্সি পরে লিগে খেলছেন দীপকের স্কুল, হুগলী ফুটবল স্কুলের ছেলেরা। দীপক জানালেন গত দু’বছরের মধ্যে ১০জনেরও বেশি অনূর্ধ-১৬ ছেলে পঞ্চম ডিভিশনের ক্লাবগুলোয় খেলছে।

হুগলীর পাশাপাশি দীপক মাসে একবার করে চার-পাঁচ দিনের জন্য রায়গঞ্জেও যান। সেখানে শুধু ফুটবলার নয়, স্থানীয় কোচদেরও শিক্ষিত করার কাজ তাকে করতে হয়। দীপকের আশা এবং বিশ্বাস, পরিচর্যায় একটু যত্ন রাখতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে ভবিষ্যতের দীপক মণ্ডলকে খুঁজে পাওয়া যাবেই।