লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে বাংলায় রেল রোকো আন্দোলন

অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুরের গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, কৃষি ও কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে রেল রোকো চলছে। সংযুক্ত কিষাণ মোর্চার…

maxresdefault 15 লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে বাংলায় রেল রোকো আন্দোলন

অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুরের গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, কৃষি ও কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে রেল রোকো চলছে। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে এই কর্মসূচিতে নেমেছে রাজ্যে বাম কৃষক সংগঠনগুলি।

সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার নেতৃত্বে আন্দোলন বিরাট ভূমিকা নিয়েছে। রাজ্যের সর্বত্র চলছে রেল রোকো। বাঁকুড়ায়। ওন্দা স্টেশনে রেল রোকো কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কৃষকসভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ সরকার সহ অন্যান্যরা। 

   

তবে কৃষষ আন্দোলনে প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানানো হয়। হামলার কড়া নিন্দা করেছে সিপিআইএম পলিটব্যুরো। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক মনোভাব ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনাও করেছে সিপিআইএম। উত্তরপ্রদেশে কৃষকদের পিষে মারার নায়ককে আড়াল করতে সে রাজ্যে বিজেপি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন বাম নেতারা। এক ঘন্টার অবরোধে খড়্গপুর-আদ্রা শাখায় রেল চলাচল ব্যাপক বিঘ্নিত হয়। সমস্যায় পড়েন সাধারণ রেলযাত্রীরা।