Mahua Moitra: সংসদ থেকে বরখাস্ত মহুয়া মৈত্র

ক্যাশ ফর কোয়ারি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) পদ খারিজ। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে বরখাস্ত করা হলো কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদকে। লোকসভা…

Mahua Moitra

ক্যাশ ফর কোয়ারি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) পদ খারিজ। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে বরখাস্ত করা হলো কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদকে। লোকসভা ভোটের আগেই তৃণমূলের সংখ্যা কমল সংসদে। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ঘিরে যাবতীয় বিতর্ক। সেই বিতর্কে এবার মহুয়ার বিদায় হলো সংসদ থেকে। নির্বাচনে ফের জিতে তাঁকে সংসদে আসতে হবে।

এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়, মহুয়া মৈত্র অবৈধ ভাবে টাকা নিয়েছেন তা সত্য। সাংসদ হিসাবে তাঁর আচরণ অনৈতিক। সেই কারণে লোকসভা থেকে তাঁকে বহিষ্কৃত করা উচিত তিনি যে অপরাধ করেছেন সরকারের তরফে তার আইনি তদন্তও করা দরকার।

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন  করা এবং ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানন্দানিকে সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছিল। সংসদের এথিক্স কমিটির রিপোর্টে সেই অভিযোগ প্রমাণ হয়। বরখাস্ত করা হয় সাংসদকে।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে দাবি করা হয় সাংসদ যা করেছেন তা হলো কঠোর শাস্তিযোগ্য অপরাধ। তাই কমিটির সুপারিশ সাংসদ মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করা হোক। দাবি পাল্টা দাবিতে গরম হয় দেশ। অবশেষে সংসদ থেকে গলা ধাক্কা খেলেন মহুয়া মৈত্র।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে থাকা ব্যবসায়ী দর্শন হিরানন্দানি হলেন মহুয়া মৈত্রর বন্ধু। আর বন্ধু ব্যবসায়ীকে সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই বিষয়টির তদন্ত করছে সিবিআই। আর মহুয়া মৈত্রর অভিযোগ মোদী সরকারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিজেপি।