Carles Cuadrat: কুয়াদ্রাতের সহকারী হিসেবে অনেকটাই এগিয়ে রেনেডি, ফের যুক্ত হবেন দলের সঙ্গে?

গতকাল নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল শিবির। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য লাল-হলুদের দায়িত্ব দেওয়া হল স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে ( Carles Cuadrat)।

Carles Cuadrat - Spanish football coach and potential candidate for East Bengal FC

গতকাল নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল শিবির। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য লাল-হলুদের দায়িত্ব দেওয়া হল স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে ( Carles Cuadrat)। একটা সময় তার হাত ধরেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল বেঙ্গালুরু এফসি।

এমনকি সুপার কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল কুয়াদ্রাতের আমলে। এবার তাকে সামনে রেখেই সাফল্যের সরনীতি ফিরতে চাইছে ইস্টবেঙ্গল। পাশাপাশি তার সহকারী হিসেবে উঠে আসতে শুরু করেছে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক রেনেডি সিংয়ের নাম। তবে তিনি একানন এক্ষেত্রে রঞ্জন চৌধুরীর নাম ও উঠে আসছে প্রবলভাবে।

   

উল্লেখ্য, গত মরশুমে ফের হতশ্রী পারফরম্যান্সের পর সুপার কাপের আগেই নতুন কোচ নির্ধারনের জন্য লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা। ঠিক করা হয় আগামী মরশুমের জন্য আইএসএল জয়ী কোনো কোচের হাতেই তুলে দেওয়া হবে দলের দায়িত্ব। সেইমতো উইশলিস্টে সার্জিও লোবেরার পাশাপাশি কার্লোস কুয়াদ্রাত ও লোপেজ হাবাস কে রাখা হয় তাদের তরফে। প্রথমদিকে লোবেরার এজেন্টের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হওয়ার পর লাল-হলুদে আসতে যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করার কথা শোনা যায় ওই স্প্যানিশ কোচের তরফ থেকে।

যারফলে তাকে পাওয়া নিয়ে অনেকটাই আশাবাদী ছিল ইস্টবেঙ্গল। তবে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল আসতে অনিহা প্রকাশ করেন লোবেরা। সেইসাথে বেশকিছুটা সময় অপেক্ষা করার পাশাপাশি পারলে নতুন কোচ ঠিক করে নেওয়ার কথাও বলা হয় লোবেরার তরফ থেকে। যারফলে বাধ্য হয়েই অন্য অপশন গুলির দিকে হাত বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। সেইমতো কথাবার্তা শুরু হয় বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে।

লাল-হলুদের চুক্তি পত্র খতিয়ে দেখে বেশকিছু শর্তের দরুন চুক্তিপত্রে সই করে দেন তিনি। ঠিক কিছু সময় পরেই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হয় দলের তরফ থেকে। তবে এই লড়াইয়ে শুরুর দিকে অ্যান্তোনিও লোপেজ হাবাসের নাম শোনা গেলেও গত দেড় বছর ফুটবলের বাইরে থাকার পাশাপাশি তার বয়সের কথা মাথায় রেখেই অনেকটাই পিছিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে কার্লোস কুয়াদ্রাতের শর্ত অনুযায়ী দলের গোলকিপার কোচ, সহকারী কোচ ও ফিজিও ট্রেনার কে বিদেশ থেকে নিয়ে আসবেন তিনি। তবে ফুটবল ক্যালেন্ডার প্রকাশ হওয়ার ভারতে আসছেন না এই স্প্যানিশ কোচ। অন্যদিকে রেনেডি সিং কে সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবলেও এখনো তার সাথে কোনো চুক্তি করেনি দল।