CPIM: সম্পত্তি বৃদ্ধির মামলায় সেলিমের নাম, মামলা স্বাগত চ্যালেঞ্জ শতরূপের

গত কয়েক বছরে দ্রুত গতিতে বেড়েছে সম্পত্তি। তৃণমূলের ১৯ এর পরেই এখন বিরোধীদের ১৭ জনের তালিকা। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। বিজেপির একাধিক বিধায়ক সাংসদদের…

গত কয়েক বছরে দ্রুত গতিতে বেড়েছে সম্পত্তি। তৃণমূলের ১৯ এর পরেই এখন বিরোধীদের ১৭ জনের তালিকা। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। বিজেপির একাধিক বিধায়ক সাংসদদের মধ্যে জুড়েছে বাম নেতা মহম্মদ সেলিম এবং তন্ময় ভট্টাচার্যদের নাম৷ এবার তা সরাসরি আক্রমণে CPIM নেতা শতরূপ ঘোষ৷

শতরূপের বক্তব্য, সেলিম এবং তন্ময় ভট্টাচার্যের পক্ষ থেকে সিপিআইএম এই মামলাকে স্বাগত জানাচ্ছে। আমাদের নেতারা উডবার্নে যাবে না, ইডিকে মামলা থেকে সরানোর জন্য হাইকোর্টেও যাবে না। ইডির বাপ, ঠাকুরদা যে খুশি তদন্ত করুক, আমাদের কোনও আপত্তি নেই।

   

নতুন তালিকায় রয়েছে,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির কুমার অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হজরা, জিতেন্দ্র তিওয়ারদের নাম। এছাড়াও মহম্মদ সেলিম ও আবদুল মান্নানের নামও যুক্ত করা হয়েছে।

কয়েক হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কারোর সম্পত্তি। এমনটাই আদালতের কাছে জানানো হয়েছে। তালিকায় থাকা ১৭ জন নেতার কারও কারও সম্পত্তি বেড়েছে ৯৮২৪৯৯ শতাংশ। যা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এই ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে বিরোধীদের পাল্টা সুর চড়াবে তৃণমূল প্রশ্ন রাজনৈতিক মহলে৷