Ukraine War: অবশেষে খোঁজ মিলল স্টিপানের, কোথায় আছে এই সেলিব্রিটি বিড়াল?

বিশ্ববাসী যে তাকে চাক্ষুষ দেখেছে এ কথা বলা যায় না। কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ভর করে গোটা বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ স্টিপান। আদতে ইউক্রেনের…

বিশ্ববাসী যে তাকে চাক্ষুষ দেখেছে এ কথা বলা যায় না। কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ভর করে গোটা বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ স্টিপান। আদতে ইউক্রেনের বাসিন্দা স্টিপান শেষ পর্যন্ত দেশ ছেড়ে পোল্যান্ড হয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছে। এই খবর সামনে আসতেই খুশি স্টিপানের ভক্তরা।

স্টিপান অবশ্য কোনও মানুষ নয়, একটি নিরীহ বিড়াল। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকে স্টিপান। অ্যানা নামের একজন মহিলা স্টিপানের পরিচর্যা করেন। তিনি ওই সোশ্যাল মিডিয়া পেজটি নিয়ন্ত্রণ করেন। নিয়মিত স্টিপানের একাধিক ছবিও পোস্ট করেন অ্যানা। এভাবেই স্টিপান গোটা বিশ্বের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। তবে রাশিয়া আক্রমণ শুরু করার পর ৩ মার্চ থেকে স্টিপানের সোশ্যাল মিডিয়া পেজে আর কোনও কিছুই পোস্ট করা হচ্ছিল না। সকলেই বুঝতে পারছিল যে, যুদ্ধের কারণে স্টিপান ও তার পরিবারের কোনও খোঁজ মিলছে না। যে কারণে গোটা বিশ্বের মানুষ স্টিপান ও তার পরিবারের মঙ্গল কামনা করছিলেন। শেষ পর্যন্ত শনিবার রাতে ফেসবুকে স্টিপানের একটি ছবি পোস্ট করা হয়। সেখানেই জানানো হয়েছে তাদের দেশ ছাড়ার খবর। অ্যানা তাঁদের যুদ্ধের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জানা গিয়েছে, যুদ্ধের কারণে প্রায় এক সপ্তাহ তাঁরা বিদ্যুৎহীন অবস্থায় বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনও রকমে তাঁরা অন্যদের সঙ্গে মিশে গিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছন। সীমান্তে অন্যদের সঙ্গে দীর্ঘ নয় ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছিল স্টিপানকে। দীর্ঘ অপেক্ষার পর তাঁরা সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে প্রবেশ করেন। তবে পোল্যান্ডের এক পশুপ্রেমী সংগঠন অবশ্য স্টিপান ও তার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওই সংগঠনের সাহায্যেই শেষপর্যন্ত স্টিপান ও তার পরিবারের সদস্যরা ফ্রান্সে গিয়ে পৌঁছন। আপাতত তারা সকলেই প্যারিসে নিরাপদেই আছেন।